ঢাকা, শুক্রবার ১৪, মার্চ ২০২৫ ২:১৯:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই মাগুরায় সেই শিশুটি মারা গেছে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার চট্টগ্রামে বাসের ধাক্কায় ভাই-বোনের প্রাণহানী নোয়াখালীতে কলেজ ছাত্রীকে হেনেস্তা, শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি ঢাকার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না নরসিংদীতে ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে এ ক্যাপসুল

‘পেন পিন্টার পুরস্কার’ পেলেন অরুন্ধতী রায়

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ এএম, ২৮ জুন ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাহিত্যিক ও বুকার জয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায় এ বছর ‘পেন পিন্টার’ পুরস্কার জিতেছেন। মূলত সাহিত্যে অসাধারণ প্রতিভা ও বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্য এবারের এই পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। আগামী ১০ অক্টোবর ব্রিটিশ লাইব্রেরির যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

নোবেল বিজয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে ইংলিশ পেন সংস্থা ২০০৯ সালে বার্ষিক এই পেন পিন্টার পুরস্কার প্রবর্তন করে।

সাহিত্যে অসাধারণ প্রতিভার লেখকদের মধ্যে যারা বিশ্বকে নির্ভীক দৃষ্টিতে দেখেন তাদের সম্মান জানাতেই এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।

৬২ বছর বয়সী অরুন্ধতী রায় একজন স্পষ্টভাষী লেখক ও সমাজকর্মী। তিনি প্রায়ই তার বক্তৃতা এবং লেখার জন্য ডানপন্থি গোষ্ঠীগুলির কাছে হেনস্তার শিকার হন। ভারতের মানবাধিকারের বিষয়গুলোর পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধ এবং পুঁজিবাদ সম্পর্কে নিয়মিত লিখছেন বুকার পুরস্কার বিজয়ী এ লেখক।

পুরস্কারের বিষয়ে ইংলিশ পেনের চেয়ারম্যান রুথ বোর্থউইক অরুন্ধতীর প্রশংসা করে বলেন, ‘ভারত এখনও বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পরিচিত। তিনি সত্যিই একজন আন্তর্জাতিকতাবাদী চিন্তাবিদ। তার শক্তিশালী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া যাবে না। ’

পুরস্কার জেতার অনুভূতি প্রকাশ করে অরুন্ধতী বলেন, 'হ্যারল্ড পিন্টার আমাদের সঙ্গে থাকলে আজকের পৃথিবী যে প্রায় অবোধ্য মোড় নিচ্ছে তা নিয়ে লিখতে পারতেন। যেহেতু তিনি নেই, তাই আমাদের মধ্যে থেকেই তার জায়গা পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে হবে। ’

উল্লেখ্য, অরুন্ধতী রায় অসংখ্য বই ও প্রবন্ধ লিখেছেন। দ্য গড অফ স্মল থিংস উপন্যাসের জন্য সর্বাধিক আলোচিত এবং পরিচিত তিনি। ১৯৯৭ সালে বইটি লিখে বুকার পুরস্কার জিতেছেন এ লেখক।