ঢাকা, শুক্রবার ২২, নভেম্বর ২০২৪ ৩:৪২:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঠাকুরগাঁওয়ের তিন নারী ফুটবলারকে সংবর্ধনা ডেঙ্গুতে একদিনে নয়জনের প্রাণহানী সেনাকুঞ্জে খালেদা জিয়া, স্বাগত ও ধন্যবাদ জানালেন ড. ইউনূস রাজধানীতে আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার

প্যারিস অলিম্পিকের দলগত চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১২ আগস্ট ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্যারিসের সিন নদীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ২৬ জুলাই পর্দা উঠেছিল অলিম্পিক গেমসের ৪৮তম আসরের। এরপর শুরু হয় পদকের লড়াই। শুরু থেকেই পদকের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে চীন, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। তবে শেষ হাসিটা হেসেছে মার্কিনীরা। সেই সঙ্গে চীনকে পিছনে ফেলে দলগত সেরার মুকুট পেয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (১১ আগস্ট) মেয়েদের বাস্কেটবলের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের। এই ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে ৬৭-৬৬ ব্যবধানে হারিয়ে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। তাতে চীনের সমান ৪০টি স্বর্ণ পদক হয় তাদের। তবে রুপা ও ব্রোঞ্জ বেশি থাকায় দলগত সেরা হয়েছে তারা।

এ নিয়ে অলিম্পিকসের টানা চার আসরে পদক তালিকায় সবার উপরে থেকে শেষ করল যুক্তরাষ্ট্র। এবার তারা জিতেছে ৪০ স্বর্ণ, ৪৪ রুপা ও ৪২ ব্রোঞ্জ মিলিয়ে ১২৬টি পদক।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চীন পেয়েছে ৪০টি স্বর্ণ, ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জসহ মোট ৯১টি পদক। ২০টি স্বর্ণ, ১২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে জাপান।

আর স্বাগতিক ফ্রান্স ১৬টি স্বর্ণ, ২৬টি রুপা ও ২২টি ব্রোঞ্জসহ ৬৪টি পদক নিয়ে তালিকায় আছে পঞ্চম স্থানে।

এদিকে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছে কেবল পাকিস্তান। বর্শা নিক্ষেপে অলিম্পিক রেকর্ড গড়ে পাকিস্তানকে অলিম্পিকের প্রথম স্বর্ণ এনে দিয়েছেন আরশাদ নাদিম। এই একটি পদক নিয়ে তালিকায় তারা ৬২তম স্থানে আছে। স্বর্ণ না জিতলেও ১টি রুপা এবং ৫টি ব্রোঞ্জ জিতে তালিকায় তারা আছে ৭১তম স্থানে ভারত।

অন্যদিকে বাংলাদেশ থেকে প্যারিস অলিম্পিকের বিমানে উঠেছিল পাঁচ ক্রীড়াবিদ। যেখানে হতাশ করেছেন সবাই। পদক তো দূরের কথা, কোনো ইভেন্টের সেমিফাইনালও খেলতে পারেননি শুটার রবিউল হাসান, আর্চার মোহাম্মদ সাগর ইসলাম, অ্যাথলেট ইমরানুর রহমান দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুনের মধ্যে কেউ।