ফরিদপুর হাসপাতালে সক্ষমতার ৩ গুণের বেশি ডেঙ্গু রোগী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ফরিদপুরে ডেঙ্গু ওয়ার্ডে সক্ষমতার তিনগুণের বেশি রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। এতে ডেঙ্গু ওয়ার্ডের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের মেঝে ও সিড়িতেও বাধ্য হয়ে চিকিৎসা নিতে হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের।
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত বৃস্পতিবার (২০ জুলাই) জরুরি বিভাগের দ্বিতীয় তলায় ৩৭টি শয্যা বিশিষ্ট একটি শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার্ডে ডেঙ্গু চিকিৎসার কার্যক্রম শুরু হয়।এটি করোনার সময় আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। ডেঙ্গু ওয়ার্ডে মোট ৩৭টি শয্যা থাকলেও ওই হাসপাতালে রোববার (২৩ জুলাই) সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১২০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। যা ডেঙ্গু ওয়ার্ডের সক্ষমতার তিনগুণেরও বেশি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ডেঙ্গু ওয়ার্ডে ৩৭ জন রোগীর পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত বাকি ৮৩ জন রোগীকে অন্যান্য রোগীদের সঙ্গে দ্বিতীয় তলার মহিলা মেডিসিন ওয়ার্ড-১, তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ড-২ও ৩ এবং তৃতীয় তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ড ২ ও ৩ এ চিকিৎসা দেওয়া হচ্ছে।
দ্বিতীয় তলার মহিলা মেডিসিন ওয়ার্ড-১ এর মোট শয্যা রয়েছে ৪৪টি। সেখানে রোগী ভর্তি আছে ৬৬ জন। এর মধ্যে ডেঙ্গু রোগী ৭ জন। তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ড-২ও ৩ এ মোট শয্যা আছে ৩০টি। এ দুটি ওয়ার্ডে রোগী ভর্তি আছেন ১২২ জন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত ২৮ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তৃতীয় তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ড ২ ও ৩ এ মোট মোট শয্যা আছে ২৬ টি। এখানে রোগী ভর্তি আছেন ২০৩ জন। এর মধ্যে ডেঙ্গু রোগী ৪৮ জন।
তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ড-২ এর মেঝেতে চিকিৎসা নিতে দেখা যায় লাইলি বেগম নামে এক নারীকে। তিনি সদরপুরের চরবিষ্ণুপুরের বাসিন্দা। তার শয্যার উপর কোনো ফ্যান নেই, স্যালাইন ও মশারি টানানোর স্ট্যান্ড নেই। এছাড়া দ্বিতীয় তলায় সিড়ির মেঝেতে শয্যা পেতে চিকিৎসা নিচ্ছেন নগরকান্দার নিহারুননেসা (৫২), তৃতীয় তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ড ২ ও ৩ এ তিনজন শয্যা না পেয়ে বারান্দায় দুইজন ও ওয়ার্ডের মেঝেতে একজন চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন, আকিদুল ইসলাম (২২), মো. মুরসালিন ইসলাম (২০) ও আরিফুল ইসলাম (২৮)।
তারা জানান, নার্সদের কাছে সাধারণ শয্যার আবেদন জানালে নার্সরা জানিয়েছে শয্যা ফাঁকা হলে তাদেরকে জায়গা দেওয়া হবে।
ডেঙ্গু ওয়ার্ডের জ্যেষ্ঠ স্টাফ নার্স মৌমিতা ঘোষ বলেন, এই ওয়ার্ডের কোনো রোগী ছাড়া পেয়ে শয্যা ফাকা হলেই নতুন রোগী ঢোকানো হয়। তবে কোনো রোগী সাধারণ ওয়ার্ডে ও কোন রোগী ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিবেন সেটা চিকিৎসকেরাই ঠিক করেন।
এদিকে ফরিদপুরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৫ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, ফরিদপুর জেনারেল হাসপাতালে ২, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৭, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ এবং চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে দ্রুত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এজন্য আমাদের নিজে থেকে আরও বেশি সচেতন হতে হবে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, ডেঙ্গু রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে।রোগী বাড়তে থাকায় আমাদের হিমশিম খেতে হচ্ছে। ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। তারপরও স্থান সংকুলান না হওয়ায় অন্যান্য ওয়ার্ডে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
- বাংলা ভাষা: প্রাচীন থেকে বর্তমান, প্রসঙ্গকথা
- ফিরে দেখা ৫২: ভাষা থেকে স্বাধীনতা
- ২২ বছর পর বাবার দেখা পেল দুই ফিলিস্তিনি কন্যা
- বন্ধ হলো সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ
- ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ
- শীতে বেড়েছে ভুঁড়ি? কমানোর উপায় জানুন
- নোয়াখালীতে চুলার আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
- তিতুমীর শিক্ষার্থীদের ‘নর্থ সিটি ব্যারিকেড’ কর্মসূচি ঘোষণা
- নিরাপত্তা ঝুঁকিতে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা!
- আজ থেকে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব
- আন্দোলনে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের চিকিৎসক দল ঢাকায়
- রাজধানীতে ‘মাদকাসক্ত’ মায়ের হাতে শিশু খুন
- আজ বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
- পঞ্চগড়ে টানা ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ
- যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত
- বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা-দিল্লির
- আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
- সিরিজে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
- শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
- রাজনীতিতে যোগ দিলেন ডা. তাসনিম জারা
- শীতকালেও সানস্ক্রিন: কতবার এবং কীভাবে ব্যবহার করবেন?
- যেসব এলাকায় বৃহস্পতিবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
- খালেদা জিয়াকে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ
- বেগম রোকেয়া দিবস আজ
- স্মার্টফোন স্প্যাম কল-মেসেজ আসা বন্ধ করবেন যেভাবে
- টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে হাজির শ্রদ্ধা
- শেষ ৮ ওভারে নেই বাউন্ডারি, স্কোরবোর্ডে পুঁজি মাত্র ১২৩
- ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা গ্রেপ্তার