ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ৪:৫৩:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

ফোনের ব্যাটারি বিস্ফোরণের কারণ, ব্যাটারি রক্ষার উপায়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৫ মে ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

অনেক সময় ফোনের ব্যাটারি বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে। কম-বেশি সব কোম্পানির ফোনের ব্যাটারি বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে এই দুর্ঘটনার কারণ জানেন কি? কীভাবে ব্যাটারি বিস্ফোরণের হাত থেকে বাঁচাবেন? জেনে নিন, ফোনের ব্যাটারি বিস্ফোরণের কারণ এবং যেভাবে বাঁচাবেন ব্যাটারি।

একাধিক কারণে ফোনে বিস্ফোরণ হতে পারে। এর মধ্যে প্রধান কারণ ফোনের ব্যাটারি। আধুনিক ফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হয়। এই ব্যাটারিগুলিতে ধনাত্মক ও ঋণাত্মক ইলেকট্রোডের ভারসাম্য বজায় থাকে। যার মাধ্যমে চার্জ হয় এই ব্যাটারি। কোন কারণে এই ভারসাম্য নষ্ট হলে ব্যাটারিতে বিস্ফোরণ হতে পারে।

জানা গেছে, অত্যাধিক তাপের কারণে ব্যাটারির সবথেকে বেশি ক্ষতি হয়। অনেক সময় চার্জিংয়ের সময় অত্যাধিক তাপ উৎপন্ন হওয়ার কারণে ফোনে বিস্ফোরণ হয়। এছাড়াও অনেক সময় সিপিইউ ওভারক্লক করার ফলে চার্জিংয়ে সমস্যা শুরু হয়।

মোবাইল ফোনে বিস্ফোরণের আগে নির্দিষ্ট কোন সতর্কীকরণ বার্তা দেয় না। তবে ফোন থেকে অদ্ভুত এক শব্দ শুনতে পারবেন। এছাড়াও চার্জিংয়ের সময় ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে সাবধানতা অবলম্বন করা উচিত। কোন কারণে ফোনের ব্যাটারি ফুলে গেলে তা বদল করে নেওয়া উচিত।

কোম্পানির তরফ থেকে ফোনে কোন সমস্যা থাকলে তা গ্রাহকের পক্ষে বোঝা সম্ভব নয়। তবে কোম্পানির তরফে ফোনে কোন সমস্যা না থাকলে আপনি কয়েকটি ধাপ অনুসরণ করে ফোনের ব্যাটারি বিস্ফোরণের হাত থেকে মুক্তি দিতে পারে। সূর্যের আলো লাগে এমন স্থানে ফোন চার্জ না করাই ভালো।