ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১:৩০:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

বঙ্গমাতার জন্মদিনে ৫০ অস্বচ্ছল নারী সেলাই মেশিন পাবেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ৭ আগস্ট ২০২৩ সোমবার

বঙ্গমাতার জন্মদিনে ৫০ অস্বচ্ছল নারী সেলাই মেশিন পাবেন

বঙ্গমাতার জন্মদিনে ৫০ অস্বচ্ছল নারী সেলাই মেশিন পাবেন

বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলায় আগামীকাল ৫০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে। এছাড়া মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ সহায়তা পাবেন ৪০ জন অসহায় নারী। 

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় এসব সহায়তা প্রদান করা হবে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক ইকবাল হোসেন আজ সোমবার জানান, মোট সেলাই মেশিনের মধ্যে সদর উপজেলায় দেয়া হবে ১২টি, চরফ্যাশনে ৮টি ও দৌলতখান, বোরানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন এবং মনপুরা উপজেলায় ৬টি করে ৩০টিসহ মোট ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হবে। এছাড়া ৪০ জন অসহায় নারী মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা সহায়তা পাবেন বলে জানান তিনি।

এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার বেলা  সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।