ঢাকা, সোমবার ১৮, নভেম্বর ২০২৪ ২০:৪৪:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চলে গেলেন ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত ১৭ ডিসেম্বরের মধ্যে হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ গাইবান্ধায় নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে: ড. ইউনূস শীতে কাঁপছে চুয়াডাঙ্গা ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে হেভিওয়েট ১৩ আসামিকে

বাংলাদেশের প্রথম নারী বাস কন্ডাক্টর কে আপনারা কেউ জানেন?

মনিজা রহমান | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:২০ পিএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার

বাংলাদেশের প্রথম নারী বাস কন্ডাক্টর কে আপনারা কেউ জানেন?


জানেন না?

কিভাবে জানবেন, খেটে খাওয়া মানুষের কথা সেভাবে কখনও ইতিহাসে লেখা হয় না। তিনি শুধু প্রথম বাস কন্ডাক্টর ছিলেন না। ছিলেন পত্রিকার হকার। ট্রাক ড্রাইভার। রিকশা চালক। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কাছে পাবলিক বাস চালনার অনুমতি চেয়ে চিঠিও লিখেছিলেন। তবে সব কিছুর ওপরে তিনি কবি, একজন অদ্বিতীয় বাঙালী, বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, তিনি হারলেমের নিগ্রো, তিনি পৃথিবীর সমস্ত সংগ্রামী মানুষের প্রেরণা, তিনি কবি আলেয়া চৌধুরি।


কুমিল্লার চর্থা নামে এক গ্রাম থেকে তাঁর যাত্রা আরম্ভ হয়েছিল সেই ষাটের দশকে। গ্রাম্য সালিশে ফতোয়াবাজদের মুখে আগুন লাগানো পাটখড়ি ছুড়ে দিয়েছিল যে নয় বছরের মেয়েটি, তাঁর লড়াই তখনই শুরু হয়ে গিয়েছিল। ঝাড়ু দিয়ে সেদিন তাকে শুধু পেটানো হয়নি। ক্ষতস্থানে লেবুর রস আর লবণ লাগিয়ে দেয়া হয়েছিল। বেধে রাখা হয়েছিল বাড়ির বাইরে। রাতের অন্ধকারে আড়াই টাকা হাতে দিয়ে স্নেহময়ী মা স্বামীর অগোচরে কন্যাকে বলেছিল, জীবন বাঁচাতে শহরে পালিয়ে যেতে।


কমলাপুর স্টেশনে শুরু হল এরপর সেই শিশুটির কুলি-মজুর আর কিছু দ্বিপদ জন্তুর সঙ্গে ছন্নছাড়া জীবন। এক বাস ড্রাইভারের মায়া হল মেয়েটির প্রতি। উনি শিশু আলেয়াকে পালক নিলেন। কিন্তু নিয়তি আবারও খেলল মেয়েটিকে নিয়ে। এক সড়ক দুর্ঘটনায় পালিত বাস ড্রাইভার পিতার মৃত্যু হলে মেয়েটির আশ্রয় হল এতিমখানায়।


বাস কন্ডাক্টরের ভূমিকায় যার জীবিকার শুরু, সে ইরান, জার্মানী, বাহামা পৃথিবীর নানা বন্দর ঘুরে এক সময় থিতু হল আমেরিকায়। আর্থিক অসচ্ছলতার কারনে স্কুলে পড়ার সুযোগ না পেলেও আলেয়া চৌধুরী স্বশিক্ষিত একজন মানুষ। তাঁর কবিতার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি উপমা যেন প্রখর সূর্যালোকের মতো দেদীপ্যমান। শুধু বাংলা নয়, ইংরেজীতেও কবিতা লিখেছেন আলেয়া চৌধুরি।


নিয়তি নির্ধারিত দৈববানীর মতো জীবন তাঁর সঙ্গে প্রতারণা করেছে বারবার। নয় বছর বছর বয়সে শুরু হওয়া লড়াই সাতান্ন বছরে এসেও শেষ হয়নি, হয়ত কোনদিনই হবেনা। কিন্তু চার ফুট এগারো ইঞ্চি উচ্চতা নিয়েও আলেয়া চৌধুরি গ্রীক বীর হারকিউলিসের মতো নিরন্তর লড়াই করে চলেছেন নিয়তির বিরুদ্ধে। তাইতো এখনও ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেও তিনি আর্শ্চয্য সজীব, প্রাণবন্ত একজন মানুষ।


রোববার সকালে কবি আলেয়া চৌধুরিকে ঘিরে নিউইয়র্কের সুধী সমাজের অন্তরঙ্গ আড্ডায় সবার সরব উপস্থিতি বলে দিয়েছে, তিনি কিভাবে আমাদের অন্তরে আছেন, থাকবেন, তিনি কতখানি অনুপ্রাণিত করেন আমাদের।


আলেয়া আপা, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা।