ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৪:৫৩:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

বাবার মৃত্যুবার্ষিকীতে যা বললেন অভিনেত্রী ফারিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া স্বভাবে অনেকটাই ঠোঁটকাটা! যে কারণে সত্য কথা মুখের ওপর বলে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সরব শবনম ফারিয়া। সমসাময়িক নানা বিষয় নিয়ে ফেসবুকে নিজের ভাবনার কথা বলেন। এ ছাড়া ব্যক্তি জীবন নিয়েও মাঝেমধ্যে পোস্ট দেন।

রোববার (১৬ জুলাই) শবনম ফারিয়ার বাবার মৃত্যুবার্ষিকী। প্রত্যেক সন্তানের জীবনে বাবার ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, ফারিয়ার জীবনেও তার বাবার প্রভাব অনেক। বাবাকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী, যাতে ফুটে উঠেছে এই চিত্র।
শবনম ফারিয়া তার লেখার শুরুতে বলেন, বাবা, আজ তোমাকে ছাড়া পথ চলার ৬ বছরে পা রাখলাম আমি। তুমি থাকতে জীবনটা ঠিক যতটা সহজ ছিল, তুমি চলে যাওয়ার পর বাকি পথটা তার দ্বিগুণ কঠিন হয়ে গেলো! সম্ভবত তুমি থাকলে আমি এত সহজে এত ভুল সিদ্ধান্ত নিতাম না। এখনো কিছু হলে মনে হয়, তুমি থাকলে যেকোনো কিছুই আমি সহজে ওভারকাম করতে পারতাম।

তিনি আরও বলেন, আমি জানতাম আমার একটা বাবা নামের বন্ধু আছে, যে পৃথিবীর যেকোনো কঠিন যুদ্ধে আমার পাশে থাকবে, আমি কখনো কোথাও হারব না। এখন আমি হেরে যাই বাবা, বোকার মতো নিজের হেরে যাওয়ার দৃশ্যগুলো দেখি। তুমি বলতে না, আমার সবচেয়ে বড় শক্তি আমার আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসটাই আর নাই। তোমোকে খুব মনে পড়ে বাবা।

প্রসঙ্গত, শবনম ফারিয়ার বাবার নাম মীর আবদুল্লাহ। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সালের ১৬ জুলাই ভোরে মারা যান তিনি।