ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ৫:২১:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

বিছানায় পড়েছিল মায়ের মরদেহ, নিখোঁজ স্কুলপড়ুয়া মেয়ে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ৩ জুলাই ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের নাগরপুরে নিজ ঘর থেকে শাহনাজ আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২ জুলাই) বিকেলে নাগরপুর পৌর শহরের কলেজ পাড়া গ্রামের শাহনাজ আক্তারের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাহনাজ আক্তারের স্কুল পড়ুয়া মেয়ে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের কাজ করছেন পুলিশ।

নাগরপুর থানার পরির্দশক (তদন্ত) হাসান জাহিদ সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাহনাজ আক্তারের বাবা আব্দুল বাতেন বলেন, আমার মেয়ের জামাই অনেক বছর ধরে বিদেশ থাকে। তার দুই ছেলে ও এক মেয়ে। তারমধ্যে এক ছেলে বিদেশে থাকে। অপর ছেলে ঢাকায় চাকরি করে। মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে। শাহনাজ তার মেয়েকে নিয়ে উপজেলা সদরের কলেজপাড়া নিজ বাসায় বসবাস করত।

আব্দুল বাতেন আরও বলেন, কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল কিছুই বুঝতে পারছি না। বিকেলে মেয়ের সঙ্গে কথা হয়েছে। ফজরের নামাজের পর মেয়েকে ফোন দিয়ে আর পায়নি। দুপুরে মৃত্যুর খবর পাই। ঘটনার পর থেকে নাতনিও নিখোঁজ রয়েছে। তবে কেউ হত্যকাণ্ড ঘটিয়ে নাতনিকে তুলে নিয়ে গেছে বলে সন্দেহ হচ্ছে।

শাহনাজের বাসার ভারাটিয়া অপু আক্তার বলেন, দুপুরে চারতলায় পানি আনতে গিয়ে দেখতে পাই চার তলার দরজা খোলা। শাহনাজ আপার মরদেহ খাটের ওপর পরে রয়েছে। তার মেয়ে রুমে নেই। পরে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, খবর পেয়ে দুপুরে ওই নারীর মরদেহ উদ্বার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া তার মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।