ঢাকা, মঙ্গলবার ১৯, নভেম্বর ২০২৪ ১৬:৩৮:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের কারণে সবকিছু বদলে যাবে না ডেঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, রক্ষা পাবেন যেভাবে শুষ্ক মৌসুমেও পানিবন্দি ৩ উপজেলায় লাখো পরিবার আলুর কেজি ৪২০ টাকা! বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান সায়েমা শাহীন ৩৭ সাংবাদিকের প্রেসক্লাবের সদস্য পদ স্থগিত

বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ শহরের ২১টিই ভারতে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ভারতের সবচেয়ে নোংরা শহর গাজিয়াবাদ।

ভারতের সবচেয়ে নোংরা শহর গাজিয়াবাদ।

পৃথিবীর সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ২১টিই ভারতে। আজ বুধবার একটি আন্তর্জাতিক দূষণ পরিমাপ সংস্থা এ তথ্য জানায়। সমীক্ষাটি করা হয়েছিল ২০১৯ সালে।

সুইডেনের সংস্থা আইকিউ এয়ারভিসুয়াল এই সমীক্ষায় আরও জানা গেছে, ভারতের দিল্লি, গাজিয়াবাদ, পাকিস্তানের ফয়সলাবাদ, গুজরনওয়ালা, চীনের হটান—এই শহরগুলিই সারা পৃথিবীর সবচেয়ে দূষিত শহর।

উত্তর-পূর্ব ভারতের শহরগুলি এই তালিকায় ওপরের দিকে আছে। সবচেয়ে নোংরা শহর হিসেবে চিহ্নিত গাজিয়াবাদ।

গ্রিন হাউজ গ্যাস নি:সারণই এই দূষণের মূল কারণ। মনে করছেন পরিবেশবিজ্ঞানীরা।

আইকিউ এয়ার ভিসুয়াল সমীক্ষা চালিয়েছিল মোট ৩৫৫টি শহরে। দেখা যাচ্ছে পৃথিবীর মাত্র ৫টি শহর আইকিউ হু নির্ধারিত দূষণমাত্রার নিচে।

তালিকায় রয়েছে পাকিস্তানের বেশ কিছু শহরের নামও। ফয়সলবাদ, লাহোর তার মধ্যে অন্যতম।

দিল্লির দূষণ নিয়ে বেশ কয়েক বছর ধরেই উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লিতে একিউআই-এর মাত্রা কোথাও ৯০০ তো কোথাও তা ১৬০০ ছুঁয়েছে এই শীতের শুরুতেই।

বাতাসে ভাসমান ধুলিকণার নিরিখে পশ্চিমবঙ্গের মহানগর ও শহরতলিগুলির বাতাসও যথেষ্ট দূষিত। এ কারণে শ্বাসনালী, ফুসফুসের ক্যানসার, হাঁপানির সমস্যায় ভুগতে শুরু করেছেন অনেকে।

বায়ুদূষণের কারণে ভারতে বছরে গড়ে ১২ লক্ষ লোকের মৃত্যু হয়। শুধু ২০১৭ সালেই ২ লক্ষ শিশু মারা গিয়েছে বায়ুদূষণজনিত রোগে, যার মধ্যে আছে অপরিণত অবস্থায় জন্ম, অপুষ্টি, হৃদরোগ, উচ্চ-রক্তচাপ ইত্যাদি।