ঢাকা, রবিবার ০৯, মার্চ ২০২৫ ১১:৩০:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চার দিনেও জ্ঞান ফেরেনি সেই শিশুর, এজাহারে লোমহর্ষক বর্ণনা ধর্ষকদের বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা পুকুরে মিলল নারীর লাশ পাহাড়ি নারীদের জীবনসংগ্রামের গল্প

বিশ্বে করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৩ হাজার ৪১৭ জন। এ সময় সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ৯০৮ জন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৬০৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪১ জনের।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৯৯ জন এবং মারা গেছেন ১১০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৮৯ জন এবং মারা গেছেন ২৮ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৬৯ জন এবং মারা গেছেন ৩৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৩৬ জন এবং মারা গেছেন ২৮ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৫৯ জন এবং মারা গেছেন ৩৮ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮ জন এবং মারা গেছেন ৩০ জন।

একইসময়ে, অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৫ জন এবং মারা গেছেন ২৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪৪০ জন এবং মারা গেছেন ৭৮ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৩ জন এবং মারা গেছেন ৮ জন। গ্রিসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৮ জন এবং মারা গেছেন ১৬ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮০০ জন এবং মারা গেছেন ১৩ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১৮৯ জন এবং মারা গেছেন ৬ জন। ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ১৩৪ জন এবং মারা গেছেন ৭ জন।


বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৩৪৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯০ হাজার ৯৩ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ১০ লাখ ২৫ হাজার ১৮৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।