ঢাকা, রবিবার ০৯, মার্চ ২০২৫ ৮:০২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা পুকুরে মিলল নারীর লাশ পাহাড়ি নারীদের জীবনসংগ্রামের গল্প ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর গুজব, যা জানা গেল নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে কাজ করছে সরকার আন্তর্জাতিক নারী দিবস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তায় মহিলা পরিষদের ক্ষোভ

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫২৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৪৪৬ জন। এ সময় সুস্থ হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৯১৭ জন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪২৩ জন। একইসময়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে ব্রাজিলে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৬২ জন এবং মৃত্যু হয়েছে ৮৮ জনের।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬২৪ জন এবং মারা গেছেন ৭১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৭০৬ জন এবং মারা গেছেন ৫০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৭৪ জন এবং মারা গেছেন ১১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬ জন এবং মারা গেছেন ৩০ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬৫৭ জন এবং মারা গেছেন ৫৪ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৬৯ জন এবং মারা গেছেন ৬ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭২ জন এবং মারা গেছেন ১৫ জন।

একইসময়ে, ইসরায়েলে আক্রান্ত হয়েছেন ৫৬৮ জন এবং মারা গেছেন ৪ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩৯২ জন এবং মারা গেছেন ১২ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১১০ জন এবং মারা গেছেন ৯ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৯১ জন এবং মারা গেছেন ৯ জন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০০ জন এবং মারা গেছেন ৩১ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছেন ৫৩ জন এবং মারা গেছেন ৫ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন এবং মারা গেছেন ৪ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৫ জন এবং মারা গেছেন ৫ জন। ক্রোয়েশিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ জন এবং মারা গেছেন ৫ জন। সুদানে আক্রান্ত হয়েছেন ১৬ জন এবং মারা গেছেন ৩ জন।


বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৮৪০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৮৩ হাজার ৯২ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২ লাখ ৬৫ হাজার ৭২৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।