ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ২০:০৮:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

ব্রিটে‌নে নির্বাচ‌নে মৌলভীবাজারের ১২ জন কাউ‌ন্সিলর নির্বাচিত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ৭ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ব্রিটে‌নের স্থানীয় সরকার নির্বাচ‌নে শেষ খবর পাওয়া পর্যন্ত মৌলভীবাজারের ১২ জন কাউ‌ন্সিলর নির্বা‌চিত হ‌য়েছেন ব‌লে জানা গে‌ছে। তাদের মধ্যে স্বামী-স্ত্রী ও আপন দুই বোনও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন‌জের আহমদ চৌধুরী। 
নির্বাচিত কাউ‌ন্সিলর হ‌লেন- নিউহাম কাউ‌ন্সিল থে‌কে বর্তমান কাউ‌ন্সিলর কুলাউড়ার সন্তান জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপতি মু‌জিবুর রহমান জ‌সিম, একই বারার বেকটন ওয়ার্ড থে‌কে জ‌সি‌মের স্ত্রী সা‌বেক কাউ‌ন্সিলর র‌হিমা রহমান, ইজ‌লিংটন কাউ‌ন্সিল থে‌কে সা‌বেক মেয়র মৌলভীবাজার সদর উপ‌জেলার জিলানী চৌধুরী, কা‌র্ডিফ সি‌টি কাউ‌ন্সিল থে‌কে পৌর শহ‌রের মুস‌লিম কোয়ার্টা‌রের সা‌লেহ আহমদ, লন্ড‌নের বা‌র্কিং ও ডে‌গেনহাম কাউ‌ন্সিল থে‌কে সদর উপ‌জেলার সন্তান মৌলভীবাজা‌রের খ্যাতিমান শিশু সংগঠক মু‌হিবুল আলম চৌধুরী।
এছাড়া হ্যান্স‌লো থে‌কে মু‌জিবুর রহমান, রেড‌ব্রিজ কাউ‌ন্সিল থে‌কে বর্তমান কাউ‌ন্সিলর রাজনগর উপজেলার পুষ্পিতা গুপ্ত, সদর উপ‌জেলার সন্তান ও বড়‌লেখার পুত্রবধূ সাঈদা চৌধুরী, হ্যারো এলাকা থে‌কে শ্রীমঙ্গ‌লের শাহা‌নিয়া চৌধুরী জে‌রিন, ক্যামডেন পেনক্রেস ও সোমার্স থেকে সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের সন্তান শাহাজান মিয়া (শাহ) নির্বা‌চিত হ‌য়েছেন। কা‌র্ডিফ থে‌কে পুনরায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন আওয়ামী লীগের জাতীয় প‌রিষদ সদস্য মো. ফিরু‌জের মেয়ে বাব‌লিন ম‌ল্লিক ও জেস‌মিন চৌধুরী। 


যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন বৃহস্প‌তিবার (০৫ মে) অনুষ্ঠিত হয়। এবা‌রের নির্বাচ‌নে বি‌ভিন্ন কাউন্সিলে রেকর্ড সংখ্যক বাংলা‌দেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। ত‌বে মেয়র প‌দে সরাস‌রি নির্বাচনে কেবল বাঙালিপাড়া টাওয়ার হ্যাম‌লেটসে দুই বাংলা‌দেশি প্রার্থী লড়াই‌য়ে আছেন। ফলে সেখানকার নির্বাচনের দি‌কেই চোখ যুক্তরাজ্যের প্রায় ১০ লাখ বাংলাদেশির। টাওয়ার হ্যাম‌লেট‌সের বর্তমান মেয়র লেবার পার্টির জন বিগ‌সের সঙ্গে এবার লড়াই‌য়ে জিতেছেন সিলেটের সন্তান লুৎফুর রহমান।