ঢাকা, শুক্রবার ১৫, নভেম্বর ২০২৪ ১৬:১৭:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবজি ও মুরগির দাম কিছুটা কমেছে , চাল-আলুর দাম বাড়তি দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, বন্ধ সব প্রাইমারি স্কুল ৩ মাস পর চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস ১৭ বছর পরও সিডরের ক্ষত বয়ে বেড়াচ্ছে উপকূলবাসী গাজায় ত্রাণ বহনকারী ট্রাকে ক্ষুধার্ত মানুষের হানা ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কত

ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মিম

বিনোদন ডেস্ক   | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তিনি বিব্রত। প্রায় দুই মাস আগের একটি ভিডিওতে আতঙ্কিত অবস্থায় দেখা গেছে তাকে। যা কয়েক দিন ধরে একটি মহল ফেসবুকে পোস্ট করে দাবি করছেন―পার্লার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে মিম। এ বিষয়টিকে কেবলই মিথ্যা বলে দাবি করলেন এ অভিনেত্রী।

এ বিষয়ে মিম একটি সংবাদমাধ্যমকে বলেন, কিছু দিন ধরেই ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি, যা নিয়ে অনেকেই ভুল বার্তা ছড়াচ্ছেন। কেউ কেউ বলছেন, আমি নাকি মবের শিকার। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তো তেমন কিছু ঘটেনি আমার সঙ্গে। তিনি বলেন, প্রতিটি জায়গায়ই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেয়েছি আমি। এবার দুই মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়েছিলাম। তখন ভয়ে আতঙ্কিত হয়েছিলাম। আর এটি সেই ভিডিও।

সেই ঘটনা সম্পর্কে মিম বলেন, শোরুম উদ্বোধন করতে গিয়ে হঠাৎই বিকট শব্দ হয়, সঙ্গে ধোঁয়া ছিল। মনে করেছিলাম হয়তো আগুন ধরেছে। মূলত সেটি ছিল একটি ক্যামেরা বিস্ফোরণের। তারপর সেখান থেকে আগুন লাগার গুজবে অনেক ভয় পান তিনি। তবে আমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু ওই ঘটনা বিভিন্ন সময় যেভাবে কাটছাঁট করে সামনে আনা হয়েছে, তা সত্যিই বিব্রত করছে আমায়।

তিনি বলেন, একশ্রেণির মানুষ সেই পুরোনো ভিডিওটির মাধ্যমে গুজব ছড়াচ্ছে। আর এখন ফেসবুকে ভিডিও পোস্ট করলেই অর্থ পাওয়া যায়। এ জন্য একই ভিডিও বিভিন্ন সময় বিভিন্ন শিরোনামে প্রকাশ করা হয়, যা অনেককেই অস্বস্তিতে ফেলছে। আর কোনো কিছু যাচাই-বাছাই না করে কোনো ভিডিও পোস্ট করা উচিত নয়।

উল্লেখ্য, এর আগে চট্টগ্রামে ব্যবসায়ী ও তৌহিদি মানুষের বাধার মুখে শোরুম উদ্বোধন করতে গিয়ে বিপাকে পড়েন ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চট্টগ্রাম থেকে ফিরে আসেন তিনি। এ ঘটনায় তখন মেহজাবীন ফেসবুকে জানিয়েছিলেন— চট্টগ্রামে একটি শোরুম উদ্বোধন করতে যাওয়ার সময় বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে জানতে পারেন, সেখানে নিরাপত্তাসংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। এ জন্য আয়োজন ও তিনি সিদ্ধান্ত নেন, নিরাপত্তার অভাবে শোরুমে যাবেন না তিনি। তারপর গাড়ি ঘুরিয়ে বিমানবন্দর হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন এ অভিনেত্রী।