ঢাকা, শুক্রবার ২১, ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৮:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার বেনাপোল সীমান্তে বসছে না দুই বাংলার মিলনমেলা জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ১৮ ব্যক্তি ও নারী ফুটবল দল পেলেন একুশে পদক ১৮ বছর পর সব মামলা থেকে নিষ্কৃতি পেলেন খালেদা জিয়া

ভালোবাসা দিবসে শতাধিক নাটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বসন্তের রঙে যখন চারদিক রঙিন, তখন সেই রঙের পালে বাড়তি হাওয়া দেয় ভালোবাসা দিবস। এ দিবসকে ঘিরে বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ওটিটি প্ল্যাটফর্মগুলোতে থাকে নানা আয়োজন। শ্রোতা-দর্শকরাও মুখিয়ে থাকেন তাদের প্রিয় তারকার কাজের জন্য। এবারের ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রচারে এসেছে শতাধিক নাটক, টেলিফিল্ম ও ওয়েব কনটেন্ট।

এ আয়োজনে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের একাধিক নাটক রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য নাটক ‘অপহরণ’ ও ‘সরি কামরুল’। দুটি নাটকে তার সঙ্গে রয়েছেন তানিয়া বৃষ্টি। তানহা তাসনিয়াকে নিয়ে করেছেন নাটক ‘বউ সোহাগী’।

একাধিক নাটক নিয়ে আসছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার মধ্যে উল্লেখযোগ্য ‘মন দুয়ারী’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন তরুণ প্রজন্মের অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এ ছাড়া জাকিয়া বারীকে নিয়ে অপূর্ব কাজ করেছেন ‘তোকে পাবার জন্য’ নাটকে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও পর্দায় থাকছেন ভালোবাসা দিবসে। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ আসছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।

এ ছাড়া থাকছে তার অভিনীত নাটক ‘বেস্ট ফ্রেন্ড-২’। তানজিন তিশার একাধিক কাজও আছে ভালোবাসা দিবসে। তার মধ্যে রয়েছে নাটক ‘এক কাপ চা’, ‘বসন্তবৌরি’ ও গায়ক প্রীতম হাসানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ঘুমপরী’ নামে একটি ওয়েবফিল্ম। আরও রয়েছে অভিনেতা তৌসিফ মাহবুব অভিনীত ‘মনেরই রঙে রাঙিয়ে’, ‘মন দিওয়ানা’, ‘ব্যাথার বাগান’সহ আরও কিছু নাটক।

ফারহান আহমেদ জোভান অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘প্রেমেরই পরশে’, ‘ফেরারি মন’সহ একাধিক নাটক। তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘দূর থেকে ভালোবাসি’, ‘তোমায় পাব কি?’, ‘কত যে আপন’ ইত্যাদি। সামিরা খান মাহির উল্লেখযোগ্য নাটক হলো ‘প্রশ্ন করো না’ ও ‘সত্য মিথ্যার প্রেম’। কেয়া পায়েল অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘পুষ্প’, ‘ভালোবাসি আজ কাল’, ‘বাজি’ প্রভৃতি।

এ ছাড়া আরও রয়েছে আইশা খান অভিনীত নাটক ‘লস্ট ইন লাভ’, সাফা কবির অভিনীত ‘হ্যাপা’, সাদিয়া আয়মানের ‘লাইজু’, আরশ খানের ‘শিক্ষানবিশ প্রেম’, ‘আছি তোমার পাশে’। ফারিন খান অভিনীত ‘প্রথম প্রেমের গল্প’, সোহেল মন্ডলের ‘সমুদ্রনীলা’সহ আরও শতাধিক নাটক দেখা যাবে ভ্যালেন্টাইনের আয়োজনে।