ভিন্ন কিছু করার ইচ্ছায় তানিয়া এখন সফল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ৭ নভেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
ছোটবেলা থেকেই ভিন্ন কিছু করার ইচ্ছে নিয়ে বেড়ে উঠেছেন তানিয়া ওয়াহাব। তেমন ইচ্ছে থেকে ছাত্রজীবনেই অল্পবিস্তর ব্যবসা শুরু তার। ঢাকার ইসলামপুর থেকে কাপড় কিনে ডরমিটরির শিক্ষার্থীদের কাছে বিক্রি করা বা ক্যাফেটেরিয়াতে ঘরে বানানো খাবার সরবরাহ। পরবর্তীকালে এই অল্পবিস্তর ব্যবসা তানিয়াকে করে তোলে বড় পরিসরের উদ্যোক্তা।
উচ্চমাধ্যমিক পেরিয়ে তানিয়ার পড়াশুনা বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে। সেখানে পড়ার সুবাদেই মাথায় আসে চামড়াজাত পন্য নিয়ে কাজ করার। ওই ধারাবাহিকতায় উৎপাদন আর বিপননের কাজটা শুরু করেন স্নাতক শেষ বর্ষে এসে।
এই নারী উদ্যোক্তা শুনিয়েছেন তার এগিয়ে যাওয়ার গল্প।তানিয়া বলেন, ‘১৬ বছর আগে আমি যখন চামড়াজাত শিল্প নিয়ে কাজ শুরু করি, তখন এখানে কোনো নারী উদ্যোক্তাই নেই। অনেক বাধা আর সমালোচনার শিকার হয়েছি। কিন্তু দমিনি।’ কথায় কথায় জানালেন, ১০ হাজার টাকা দিয়ে শুরু করা তার সেই ব্যবসা থেকে এখন বাৎসরিক আয় ১ কোটি টাকা। অভাবনীয় সাফল্যের জন্য পেয়েছেন বেশকিছু পুরষ্কার ও সম্মাননা।
পুরষ্কারের ঝুলিটাও ছোট নয় তানিয়ার। তিনি এরইমধ্যে এসএমই ফাউন্ডেশন থেকে সেরা উদ্যোক্তা পুরষ্কার, বাংলাদেশ শিল্প ও বনিক সমিতি ফেডারেশন থেকে সেরা এসএমই নারী উদ্যোক্তা পুরষ্কার, ডেইলি স্টারের দেওয়া আউটস্টান্ডিং উইমেন এন্ড বিজনেস এওয়ার্ড অর্জন করেছেন।
বর্তমানে তার প্রতিষ্ঠানের নতুন উদ্যোগগুলোর বিষয়ে জানতে চাইলে তানিয়া ওয়াহাব বলেন, ব্রান্ডগুলোর মধ্যে যেমন এপেক্স, বাটা তাদেরকে এখন প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছি। পাশাপাশি নিজের ব্রান্ড নিয়েও কাজ করে যাচ্ছি। কাজ বেড়েছে তাই প্রোডাকশন হাউজ বড় স্পেস নিয়ে নতুন জায়গায় নিয়ে যাচ্ছি।’
‘নিজের ব্রান্ড ট্যানকে আন্তর্জাতিকভাবে পরিচিত করাতে চাই। পাশাপাশি অনলাইনে ট্যানকে নিয়ে কাজ করতে চাই। দেশের বাইরে আমাদের গার্মেন্টস খাতের যে সুনাম, আমি চাই চামড়াশিল্পেরও সেই প্রসারটা ঘটুক। বাংলাদেশেও যে ভালোমানের ব্যাগ তৈরি হয়, এটা বিশ্বের কাছে তুলে ধরতে চাই’—যোগ করেন এই নারী উদ্যোক্তা।
দেশের নারী উদ্যোক্তাদের জন্য সার্বিক ব্যবস্থাপনাকে মূল্যায়ন করতে গিয়ে তানিয়া ওয়াহাব বলেন, ‘সার্বিক ব্যবস্থাপনা আগের চেয়ে উন্নত হয়েছে। তবে বেশকিছু সমস্যাও রয়ে গেছে। ক্ষুদ্র বা মাঝারী উদ্যোক্তাদের পথচলা বেশ কঠিন। এক্ষেত্রে সামাজিক বাধা তো আছেই, অর্থনৈতিক সমস্যাও বড় বিষয়। সবমিলিয়ে ফার্স্ট জেনারেশনের একজন নারী উদ্যোক্তার মার্কেটিং, নেটওয়ার্কিং, ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে পথচলাটা ডিফিকাল্ট।’
উদ্যোক্তা হওয়ার জন্য কি কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিৎ পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন, ‘প্রথমত দরকার আত্মবিশ্বাসের। একজন মানুষ চাকরিতে ঢুকলে পরের মাসে বেতন পাওয়ার নিশ্চয়তা পায়, কিন্তু ব্যবসার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। এখানে সময় এবং ধৈর্যের প্রয়োজন। আয় করতেই দুই তিন বছর লেগে যেতে পারে। সুতরাং এই ক্ষেত্রে মানসিকভাবে ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে।’
বর্তমানে নারী উদ্যোক্তাদের জন্য পোশাক খাত সবচেয়ে সহজ খাত বলে মনে করেন চামড়াজাত শিল্পে নিজেকে প্রতিষ্ঠা করে নেওয়া এই নারী উদ্যোক্তা। বলেন, ‘যদিও পোশাক খাতে এখন অনেক প্রতিযোগী। ফলে এখানেও অনেক চ্যালেঞ্জ। এছাড়া খাবারের ব্যবসাও এখন বেশ সহজ উদ্যোগ হতে পারে। তবে যাই করেন না কেন সেই খাতে নিজেকে প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞ করে তুলতে হবে।’
- ঠাকুরগাঁওয়ের তিন নারী ফুটবলারকে সংবর্ধনা
- ডেঙ্গুতে একদিনে নয়জনের প্রাণহানী
- সেনাকুঞ্জে খালেদা জিয়া, স্বাগত ও ধন্যবাদ জানালেন ড. ইউনূস
- ঢাকা কলেজ-সিটি কলেজের ক্লাস বন্ধ আজ
- শীতে গরম পানিতে গোসল করা ভালো না ক্ষতিকর?
- এবার মশা তাড়াবে কলা
- শেখ হাসিনার পক্ষে আদালতে দাঁড়াতে চান জেড আই খান পান্না
- সাগরে লঘুচাপ, তাপমাত্রা ও কুয়াশা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
- ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
- ইসরায়েলকে রক্ষায় জাতিসংঘে ৪৯ বার ভেটো যুক্তরাষ্ট্রের!
- পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
- আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীতে আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
- রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার
- সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- ড.ইউনুসকে তসলিমা নাসরিনের খোলা চিঠি
- বিশ্ব হার্ট দিবস আজ
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- স্নাতক পাসে চাকরি দেবে আড়ং
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- ‘রিমান্ড’-এ মম
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- যানজটে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে