ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ৮:৩২:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণ গেল ডেঙ্গুতে এ বছরেই ৫১ শিশুর প্রাণহানি মাকে হত্যা করে থানায় হাজির ছেলে আমদানির সাড়ে তিনগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে আলু ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

মঙ্গলগ্রহ অভিযানে কনিষ্ঠ নভোচারি অ্যালিসা

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৪৮ পিএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

বয়সটা ১৮ পেরোইনি এখনই। এর মধ্যেই পৃথিবীর কনিষ্ঠতম নভোচারি হিসেবে মঙ্গলগ্রহ অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন কিশোরী অ্যালিসা কারসন।

 

২০৩৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মঙ্গলগ্রহে অভিযান পরিচালিত করার কথা রয়েছে। সে অভিযানের পরিকল্পনা অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে এখনই। সে অভিযানের জন্য নভোচারিদের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। আর এই মিশনেরই কনিষ্ঠতম নভোচারি হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন কিশোরী অ্যালিসা কারসন। সবকিছু ঠিক থাকলে তিনি মঙ্গলে পা রাখবেন। তবে মঙ্গল অভিযানের সময় অবশ্য অ্যালিসার বয়স হবে ৩২।


ছোটবেলা থেকেই মঙ্গলগ্রহে যাওয়ায় অত্যন্ত আগ্রহী অ্যালিসা। ৯ বছর বয়সে কার্টুনে মঙ্গলকে দেখে লালগ্রহের প্রতি ভালবাসা তার। তখন থেকেই সে দিনরাত দেখতে থাকে রোভার্সের `ল্যান্ড` করার ভিডিও। বেডরুমে টাঙানো রয়েছে মঙ্গলের অতিকায় ম্যাপ। এরপরই নাসার স্পেস ক্যাম্পগুলোয় ঘুরতে থাকেন তিনি। মঙ্গল অভিযানের জন্য যেসব প্রস্তুতিমূলক প্রশিক্ষণ চলছে তার মধ্যে পাসপোর্ট প্রোগ্রামটি সম্পূর্ণ করেছেন অ্যালিসা। এবার প্রস্তুতি শুধু স্বপ্নের সফরের। ১৮ বছর বয়স হলেই শুরু হবে কঠিন ট্রেনিং। মহাকর্ষের সঙ্গে লড়াই, মহাকাশযান সম্পর্কে অভিজ্ঞ হয়ে ওঠা। নানা ধাপ পেরোতে হবে একে একে।

 

তবে শুধু মঙ্গলগ্রহে পদার্পণই নয়, অ্যালিসার ইচ্ছে করে আরও কিছু হতে। মঙ্গল থেকে ফিরে শিক্ষক কিংবা দেশের প্রেসিডেন্ট হতেও আপত্তি নেই অ্যালিসা কারসনের।