ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১০:২৮:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত

মহান স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ২৬ মার্চ ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টার পর থেকে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি তাদের হোমপেজে বিশেষ এই ডুডলটি চালু করে। গুগলের এবারের ডুডলে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ানোর দৃশ্য চোখে পড়বে।

বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, আবিষ্কার এবং বিশেষ কোনো দিন নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে করে ডুডল প্রকাশ করে গুগল। এইর ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডলটি প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

বাংলাদেশ থেকে যে কেউ কোনো কিছু খোঁজার জন্য গুগলে প্রবেশ করলেই বাংলাদেশের পতাকা সংবলিত দৃষ্টি-নন্দিত এই ডুডল দেখতে পাবেন। আর এর উপর কার্সর ধরলে বা ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২২‘। আর তাতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সংশ্লিষ্ট ইতিহাস সংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

উল্লেখ্য, ২০১৩ সালের স্বাধীনতা দিবসে প্রথমবারের মতো গুগল স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে গুগলের লোগো অর্থাৎ গুগল ডুডলটি পরিবর্তন করে। এর পর থেকে প্রতি স্বাধীনতা দিবসেই গুগল ডুডল পরিবর্তন করে আসছে পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এই সার্চ ইঞ্জিনটি।