ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৭:২৩:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

মহৎ উদ্যোগ নিলেন কলকাতার অভিনেত্রী মিমি 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কলকাতার বড়পর্দার প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। একই সঙ্গে তিনি একজন সাংসদও। তাই সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় মিমিকে।

এত ব্যস্ততার মধ্যেও সম্প্রতি পশ্চিমবঙ্গের ভাঙড়ের জিরানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। ওই দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে পাঁচজন টিবি রোগীকে দত্তকও নিয়েছেন এ অভিনেত্রী।

জানা গেছে, ১১ নভেম্বর (শুক্রবার) ভাঙড়ের নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির একটি সভায় অংশ নেন মিমি। সেখানেই টিবি রোগী দত্তকের কথা জানান তিনি। নিয়ম অনুযায়ী রোগীদের চিকিৎসার সকল ব্যয়ভার বহন করবেন মিমি।

একটি মাসিক ব্যয় হয় টিবি রোগীদের। তাই এই রোগীদের অন্যরাও যেন দত্তক নেয়ায় আগ্রহী হয়, সে ব্যাপারেও তিনি বলেন, খুবই সামান্য টাকা লাগে মাসিক খরচে। ফলে যাদের সামর্থ্য আছে, তাদেরকেও টিবি রোগীদের দত্তক নিটে আহ্বান জানান তিনি।

আগামী আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে মিমি অভিনীত ‘খেলা যখন’ শিরোনামের একটি সিনেমাটি। এটি পরিচালনা করেছেন অরিন্দম শীল।