ঢাকা, সোমবার ১৮, নভেম্বর ২০২৪ ১৯:৪৩:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চলে গেলেন ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত ১৭ ডিসেম্বরের মধ্যে হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ গাইবান্ধায় নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে: ড. ইউনূস শীতে কাঁপছে চুয়াডাঙ্গা ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে হেভিওয়েট ১৩ আসামিকে

মূল্যবৃদ্ধির বাজারে সবজির জন্য কিচেন গার্ডেন

ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০৪ পিএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার

মূল্যবৃদ্ধির বাজার। সবজি কিনতে ফতুর হয়ে যাচ্ছেন? সহজ সমাধান রয়েছে। ছাদে বা বারান্দায় লাগিয়ে দিন সবজির চারা। হাইড্রোপনিক্স পদ্ধতিতে চারা বড় হলেই সবজির আর কোনও খরচ দিতে হবে না। খোলা জমি নয়। ঘাম ছুটিয়ে চাষ করা নয়। মাটিও নয়। পলিথিনের প্যাকেটে বালি আর স্টোন চিপস ভরে দিলেই চলবে। আপনার ছাদ বা বারান্দায় তৈরি হয়ে যাবে কিচেন গার্ডেন। কীভাবে?

এই পদ্ধতির নাম হাইড্রোপনিক্স । নয়া এই পদ্ধতিতে কিচেন গার্ডেন বানাতে গেলে আপনার লাগবে নদীর বালি আর স্টোন চিপস। পলিথিনের প্যাকেটেই নদীর বালি আর স্টোন চিপস ভরে লাগিয়ে দিতে হবে সবজির চারা। প্রতিটি গাছে প্রতিদিন ১০০ মিলি লিটার বিশেষ ধরনের জৈব দ্রবণ দিতে হবে। জলের সঙ্গে তিন ধরনের তরল মিশিয়ে তৈরি করা হয় এই দ্রবণ। চারা বসানোর এক থেকে দেড় মাসের মধ্যেই মিলবে ফসল।

ভাবছেন নিশ্চয়? বালি আর পাথরের মধ্যে গজিয়ে ওঠা গাছ থেকে কতটাই বা ফসল মিলবে? তাহলে জেনে রাখুন, মাটিতে লাগানো গাছের ফসলের তুলনায় গাছ প্রতি উৎপাদন বাড়ে দেড় থেকে দ্বিগুণ। ৩-৪ জনের পরিবারে দৈনিক সবজির চাহিদা মেটাতে ১০ ধরনের সবজির কম বেশি ৩০টি চারা বসালেই যথেষ্ট। গাছ বড় হওয়ার পর ৫ থেকে ৬ মাস মিলবে ফসল। মাটি ও কাদার ঝামেলা না থাকায় শ্রম ও খরচ দুই-ই কম এ ধরনের পদ্ধতিতে। হিসেব করলে দেখা যাবে ২-৩ হাজার টাকা খরচ করে বাগান করলে ৪ মাসে যে সবজি মিলবে, তার বাজার দর কমপক্ষে ৫ থেকে ৬ হাজার টাকা। যে কোনও মৌসুমে যে কোনও ধরনের সবজি চাষ সম্ভব এই হাইড্রোপনিক্স পদ্ধতিতে। শুধু সবজিই নয়। এই পদ্ধতিতে ফুলেরও চাষ করতে পারেন ছাদে বা বারান্দায়।

তাহলে আর দেরি করবেন না। হেঁসেলের খরচ কমাতে হাইড্রোপনিক্স পদ্ধতিতে এবার বাড়ির ছাদে বা বারান্দায় গড়ে তুলুন কিচেন গার্ডেন।