ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ৫:৫২:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪ তেল-আলু-পেঁয়াজে স্বস্তি নেই, মাছের বাজার চড়া ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’ অস্ট্রেলিয়ায় কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা ৩ বিভাগে হতে পারে বৃষ্টি, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত পর্যটক সংকট, সেন্ট মার্টিনে যাচ্ছে না জাহাজ তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ

মেয়র আইভীকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৫৬ পিএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গেলেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন। 

 

গতকাল বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেয়র আইভীকে ঢাকায় আনা হয়। আজ শুক্রবার সকালে ওবায়দুল কাদের  ল্যাবএইড হাসপাতালে তাকে দেখতে যান।

 

বর্তমানে মেয়র আইভী ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

 

ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক বরেন চক্রবর্তী বলেন, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। উনার ব্রেইনে হ্যামারেজ হয়েছে।



এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, সেলিনা হায়াৎ আইভীর মাইনর একটি স্ট্রোক করেছিলো। তবে তিনি এখন আউট অব ডেঞ্জার। তাকে আরও ৪-৫ দিন হাসপাতালে থাকতে হবে।

 

আইভীর ছোট বোনের জামাতা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির জানান, আইভীর চিকিৎসার জন্য ল্যাবএইড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তীর নেতৃত্বে ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 

 

মেয়রের ছোট ভাই ও নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে সিটি করপোরেশন কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। এ সময় তিনি বমি করেন। এক পর্যায়ে তাকে স্যালাইন খাওয়ানো হয়। নগর ভবনের মেডিকেল অফিসার গোলাম মোস্তফা তার শরীর পরীক্ষা করে দেখেন, রক্তচাপ অনেক কম। এরপর কয়েকজন চিকিৎসক এসে শরীর পরীক্ষা করে তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

 

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মঙ্গলবার সিটি করপোরেশনের মেয়রপন্থিদের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মেয়র আইভী আহত হন।