ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৩:০২:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

মোদীর মধ্যপ্রদেশে শিশুমৃত্যুর হার সবচেয়ে বেশি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:২৬ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নে বিভোর তখন খোদ তার রাজ্য মধ্যপ্রদেশে প্রতিদিন গড়ে ৬৪ শিশু মৃত্যু হচ্ছে নিছক অপুষ্টির কারণে।  এসব শিশুর বয়স ছয় বছরের কম।

 

শিশুমৃত্যু হয়তো নতুন ঘটনা নয় এখন আর, হয়তো গা সওয়া হয়ে গেছে৷ তাও কিছু ঘটনা নজর কাড়ে৷ পরিরসবা কাঠামোর অভাবে যখন ছোট্ট শিশুগুলি প্রাণ দিয়ে মাশুল গোনে তখন তা নাড়া দিয়ে যায় সমাজের জগদ্দল পাথরকেও৷

 

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়৷ এই হাসপাতালে চারটি সদ্যোজাতের জন্য বরাদ্দ ছিল মাত্র একটি সিলিন্ডার৷ ফল যা হওয়ার তাই হল৷ দেখতে দেখতে অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ল তিনটি শিশু৷

 


পরিবারের অভিযোগ হাসপাতালের গাফিলতি আর ঔদাসিন্যেই মৃত্যু হয়েছে এই শিশুদের৷ তবে তা মানতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ৷ তাদের দাবি মাত্র একটি শিশুর মৃত্যু হয়েছে৷ বাকি তিনজনকে পিআইসিইউ বা পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে৷

 

হাসপাতালের মিডিয়া কো অর্ডিনেটর ডা: সুধীর সিং বলেন মারা যাওয়ার খবর ভুয়ো৷ হাসপাতালের কোনও গাফিলতি এই ঘটনায় হয়নি৷ এর আগে, অর্থাভাবে মৃত্যু হয় এক ২ বছরের শিশুর৷ মধ্যপ্রদেশেরই ভিন্দের ঘটনা৷ মাইনে পাচ্ছিলেন না শ্রমিক বাবা। ফলে খাবার কেনার মতো আর্থিক সামর্থ্য ছিল না তাঁর। দু বছরের শিশুর তাই খাবার জোটেনি দিনের পর দিন। প্রথমে অপুষ্টি, তারপর খাবারের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুকন্যাটি।


অসহায় বাবা কল্যাণ একজন দিন মজুর। তিনি পরে জানান, বিনা কারণে কাজ থেকে বরখাস্ত করা হয় তাকে। প্রাপ্য মজুরিটুকুও মেটানো হয়নি তাঁর। ফলে প্রবল আর্থিক সমস্যায় পড়েছিলেন তারা। নূন্যতম খাবারও জুটছিল না তাদের। সন্তানের মুখে তুলে দিতে পারেননি খাবার। পেটে খিদে নিয়ে চলে গেল তার দুবছরের মেয়ে। এই শোকের কোনও শেষ নেই তার।

 

এরই মধ্যে সমীক্ষা বলছে, মধ্যপ্রদেশে অপুষ্টি, ডায়রিয়া ও নানা কারণে প্রতিদিন গড়ে প্রায় ৬৪ জন শিশুর মৃত্যু হচ্ছে৷ যাদের প্রত্যেকের বয়সই ৬ বছরের নিচে৷ ২০১৭ সালের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

 

শিশু ও নারী উন্নয়ন মন্ত্রী জানান, ডায়রিয়া, হাম ও অপুষ্টির কারণে গতবছর ২৫ হাজার ৪৪০টি শিশুর মৃত্যু হয়েছে। পানীয় জল ও সঠিক খাদ্যের অভাবে মৃত্যু হয় একাধিক শিশুর৷ রাজ্যের গ্রামাঞ্চলগুলোতে শিশুমৃত্যুর হার আরো সংকটজনক৷

 

এক জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টের দাবি, আফ্রিকার দেশগুলোর চেয়েও মধ্যপ্রদেশে শিশুমৃত্যুর হার বেশি। এর আগে, রেজিস্টার জেনারেল অব ইন্ডিয়ার সমীক্ষা রিপোর্ট জানিয়েছিল- শিশুমৃত্যুর হারে মধ্যপ্রদেশের অবস্থা সবচেয়ে বেশি শোচনীয়। ওই রাজ্যে প্রতি হাজারে একবছর বয়সের নিচে শিশুর মধ্যে ৫২ জনের মৃত্যু হয়। গ্রামীণ এলাকায় শিশুমৃত্যুর হার সর্বাধিক।