ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১২:২৯:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম গ্রীসে অভিবাসীদের নৌকাডুবি: ৬ শিশুর মরদেহ উদ্ধার ১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে সতর্ক সংকেত খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

যা বলেছি রাগের মাথায় : মৌসুমী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

চিত্রনায়ক ওমর সানী ও মৌসুমী ইস্যু এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ঘটনা ছিল ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে ওমর সানীর চড় কাণ্ডের পর জায়েদ খান পিস্তল বের করে গুলি করার হুমকি দেন ওমর সানীকে। গত ১০ জুন রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ঘটনা ঘটার পরে এ নিয়ে চলে তর্ক-বিতর্ক।

জায়েদ খান ও ডিপজল বিষয়টি অস্বীকার করেন। কিন্তু ওমর সানী তার চড় মারার বিষয়টি স্বীকার করে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জমা দেন সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে। কিন্তু ঘটনা ঘটার তিন দিনের মাথায় ১৩ জুন দুপুর সাংবাদিকদের উদ্দেশে এক অডিওবার্তা দেন চিত্রনায়িকা মৌসুমী। এই অডিওবার্তায় সানির অভিযোগ অস্বীকার করে জায়েদের পক্ষে কথা বলেন। এরপর শুরু আবারও তোলপাড়। নেট দুনিয়া অডিওবার্তাটি ভাইরাল হয়েছে।

তারপর সানী সরাসরি ফেসবুক লাইভে এসে নিজের অভিযোগের বিষয়ে অটল থাকেন। এরপর জল ঘোলা কম হয়নি। মুখ খোলেন তাদের সন্তান ফারদিন। শুরু হয় আবারও তোলপাড়। একের পর এক বার্তা দিতে থাকায় বিষয়টি নিয়ে এখন সত্যি সিনেমার গল্পের মতোই দাঁড়িয়ে গেছে। শেষমেষ ফারদিনের বয়ানে উঠে আসলে রাগের মাথায় এই অডিওবার্তা দিয়েছেন মৌসুমী।

তবে ঠিক কী কারণে তার মা (মৌসুমী) বাবার (ওমর সানী) বিপরীতে কথা বলেছেন, জানতে চাইলে গণমাধ্যমকে ফারদিন বলেন, ‘আমি এ বিষয়ে মায়ের সঙ্গে কথা বলেছি। মা বলেছে, দেখ বাবা, আমি তো তখন রাগের মাথায় বলেছি। তোমার বাবার সঙ্গে একটু রাগারাগি হয়েছে। সেভাবেই বলেছি। আমি কিন্তু মিথ্যাচার করছে সানী, এটা সরাসরি বলিনি। যতটুকু বলেছি, আমি রাগের মাথায় বলেছি।’

এ প্রসঙ্গে ফারদিন আরও বলেন, ‘আমার আম্মাকে (মৌসুমী) জিজ্ঞেস করেছিলাম। বলেছিলাম, মা, তুমি অডিওবার্তার প্রথমে ও শেষে কী বললে? জানতে চেয়েছিলাম, বিশ্রী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। (কারণ, সিচুয়েশনটা আগলি না।) এটা সমাধান করতে হবে ঘরোয়াভাবে। এটা মিউচুয়াল করতে গণমাধ্যম পর্যন্ত যাওয়া লাগবে না। চলচ্চিত্রের সিনিয়ররা আছেন, তারাই বিষয়টি সমাধান করতে পারেন।’

মৌসুমীর জায়েদ খানের পক্ষে কথা বলা প্রসঙ্গে ফারদিন জানান, ‘এটা নিয়ে যেন এত কাদা-ছোড়াছুড়ি না হয়, সেই চিন্তা থেকেই আম্মু কথাগুলো বলেছেন। এক জায়গায় দেখলাম আম্মু নাকি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানী। আম্মু যদি কোথাও এমন স্টেটমেন্ট দিয়ে থাকেন তবে আমি বলব, এটা ঠিক না। আম্মু আমার সঙ্গে কথা বলেছেন। তিনি চাননি পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক।’

বাবা-মার সম্পর্ক প্রসঙ্গে এ তারকাপুত্র জানিয়েছেন, ‘সব ঠিক আছে। আমি আব্বুকেও পাচ্ছি, আম্মুকেও পাচ্ছি। স্বামী-স্ত্রীর মধ্যে অনেক বিষয় নিয়েই মনোমালিন্য হয়। আমি বিয়ে করেছি, আমাদেরও হয়। এটা তো স্বাভাবিক। আব্বু-আম্মু দুজনই চাচ্ছেন বিষয়টা যেন দ্রুত সমাধান হয়ে যায়।’

এদিকে সোমবার (১৩ জুন) বিকেলে ফেসবুক লাইভে ওমর সানী জানান, ‘আমি বিয়ে করেছি ২৭ বছর আগে। মৌসুমী আমার স্ত্রী, আমার সন্তানের মা। আমার ফুটফুটে দুটি সন্তান রয়েছে। আমার ছেলে বিয়েও করেছে। মৌসুমীকে অসম্মান করে আমি একটি কথাও বলব না। সে কী মনে করে জায়েদ খানের পক্ষে কথা বলছে, সেটা আমি জানি না।’