ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ৯:২৬:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংঘর্ষ, আইনজীবী নিহত ডেঙ্গু আক্রান্ত ১০ জনের প্রাণহানী কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নারীসহ ৫ অটোরিকশা যাত্রী নিহত ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম গ্রীসে অভিবাসীদের নৌকাডুবি: ৬ শিশুর মরদেহ উদ্ধার ১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী

রাজধানীতে আগুনে মা-শিশুসহ একই পরিবারের দগ্ধ, ৩ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডিতে আগুনে বাবা-মাসহ শিশু দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। গ্যাস লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।


শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর শুক্রাবাদ বাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী মোছা. নিপা আক্তার (৩০) ও তাদের ছেলে মো. বায়জিদ (৩)।


স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে।


হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, তিন বছরের শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাবা মো. টোটনের শরীরের ৫০ শতাংশ, মা নিপার শরীরের ৩২ শতাংশ ও শিশু বাইজিদের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।