ঢাকা, সোমবার ১৮, নভেম্বর ২০২৪ ২১:৪৬:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চলে গেলেন ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত ১৭ ডিসেম্বরের মধ্যে হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ গাইবান্ধায় নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে: ড. ইউনূস শীতে কাঁপছে চুয়াডাঙ্গা ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে হেভিওয়েট ১৩ আসামিকে

রাজধানীতে পূজার কেনাকাটা চলছে হরদম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৩১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার

শরতের নীল আকাশে মেঘের ভেলা। বাতাসে পূজার গন্ধ। বছর ঘুরে আবার মা আসবেন এ ধরায়। পূজা মানে খুশি। পূজা মানে আনন্দ। আমাদের দেশে বিভিন্ন উৎসব ও পার্বণে নতুন জামা-কাপড় পরে ঘুরে বেড়ানোর রীতি বহু আগে থেকেই চলে আসছে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দুয়ারে কড়া নাড়ছে।
পাঁচ দিনব্যাপী বৃহৎ এই ধর্মীয় উৎসবে নতুন জামা-কাপড় পরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপ ঘুরা বেড়াবেন ভিন্ন বয়সের মানুষ। দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীরা এখন কেনাকাটায় ব্যস্ত। রাজধানীর মার্কেটগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। জমে উঠেছে পূজার কেনাকাটা।
মার্কেটের পাশপাশি ফুটপাতের কেনাকাটা মোটামুটি জমজমাট। এছাড়া ক্রেতা আকর্ষণে বিভিন্ন মার্কেট ও দোকানে দেওয়া হয়েছে বিশেষ ছাড়। তবে ক্রেতারা এখন বিভিন্ন মার্কেটে না ঘুরে এক ছাদের নিচে সবকিছু পাওয়া যাচ্ছে এমনই দোকান ও মার্কেটগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছেন। প্রধান্য দিচ্ছে অনলাইন কেনাকাটাকে।
দেশি কাপড়ের পাশাপাশি প্রায়ই সব দোকানেই রাখা হয়েছে পাকিস্তান, ভারত ও চায়নার কাপড়। কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, যুবক-যুবতীদের হাল ফ্যাশনের সবকিছুই পাওয়া যাচ্ছে মার্কেটগুলোতে।
নিউ মার্কেট, হকার্স মার্কেট, গাউছিয়া মার্কেট, ইস্টাণ প্লাজা, রাপা, মট্রো, সানরাইজ মার্কেট, বসুন্ধারাসহ রাজধানীর নানা মার্কেট ঘুরে দেখা গেছে এই চিত্র।
রাজধানীর জনপ্রিয় মার্কেট বসুন্ধরা শপিং কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, হরদম চলছে কেনাকাটা। এ মার্কেটে তরুণ-তরুণীদের ভীড় বেশি। নিজের পছন্দের জিন্স প্যান্ট, টি-শার্ট, শার্ট, পাঞ্জাবি, পায়জামা, স্যান্ডেল-জুতা কেনা চলছে।
ধানমন্ডি থেকে এ মার্কেটে আসা অনন্যা বিশ্বাস বলেন, কেনাকাটা প্রায় শেষ করে ফেলেছি। ছেলে-মেয়েদের জন্য রেডিমেট পোশাক কিনেছি। মোটামুটি সাধ আর সাধ্যের মধ্যেই আছে সব কিছু। খুবই ভালো লাগছে। আশা করি পুজো এবার ভালো কাটবে।
এছাড়া এ সময়টাতে শাড়ির জন্য বিখ্যাত রাজধানীর বেইলীরোডের দোকানগুলোতে বেড়েছে নারীদের ভিড়। জামদানী শাড়ি, লেহেঙ্গা, পার্টি শাড়ি, টাঙ্গাইলের শাড়ীসহ নানা রকমরে নতুন ডিজাইনের শাড়ি এসেছে পুজা উপলক্ষে।
পোশাকের পাশাপাশি কসমেটিকস ও জুতার দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। এখন ক্রেতরা পোশাকের রঙয়ের সাথে মিলিয়ে নিচ্ছেন কসমেটিকস ও জুতা।
ব্যবসায়ীরা জানান, পূজার কেনাকাটা বেশ ভালোই চলছে। সকালে ভিড় একটু কম হলেও বিকাল থেকে রাত পর্যন্ত বাড়ে ক্রেতা। বিক্রিও মোটামুটি ভালো। পূজা শুরু হওয়ার আগের কয়েকদিন ক্রেতা আরো বাড়বে।