ঢাকা, রবিবার ৩০, মার্চ ২০২৫ ৪:০৫:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাড়ির টানে ছুটছেন নগরবাসী, ফাঁকা হচ্ছে ঢাকা আইসিটির প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল আজ চাঁদ উঠলে সৌদি আরবে রোববার ঈদ পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পেলেন অধ্যাপক ইউনূস শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে নিহত বেড়ে ৬৯৪ নির্ধারিত সময়েই প্ল্যাটফর্মে ট্রেন, উচ্ছ্বসিত যাত্রীরা

রাজধানীর সড়কে বসছে ‘রিকশা ট্র্যাপার’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৩ মার্চ ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রিকশার গতিরোধে শহরের নির্দিষ্ট কিছু সড়কের প্রবেশমুখে বসানো হচ্ছে ‘রিকশা ট্র্যাপার’। এ ট্র্যাপার পেরিয়ে কোনো রিকশা যেতে চাইলেই লোহার খাঁজে আটকে যাবে চাকা।

শনিবার (২২ মার্চ) রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায় পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে এ ট্র্যাপার।

প্রাথমিক পর্যায়ে এটি কার্যকর প্রমাণিত হলে পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য সড়কেও বসানো হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

এ বিষয়ে ডিএমপির (ট্রাফিক) রমনা বিভাগের উপকমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ঢাকার সড়কে রিকশা চলাচল সীমিত করার অংশ হিসেবে রিকশা ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি জানান, আপাতত পরীক্ষামূলকভাবে এ ট্রাপারগুলো স্থাপন করা হচ্ছে। এর কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।