রাজশাহী শহরে বঙ্গবন্ধু নভোথিয়েটার উদ্বোধনের অপেক্ষায়
এষা জেসমিন | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ এএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার
রাজশাহীর বঙ্গবন্ধু নভোথিয়েটার উদ্বোধনের অপেক্ষায়
রাজশাহীতে বঙ্গবন্ধু নভোথিয়েটারের অভ্যন্তরীণ সজ্জাসহ নির্মাণ কাজ প্রায় শেষ। এখন শেষ সময়ের কাজ চলছে। আগামী এক মাসের মধ্যে অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ বঙ্গবন্ধু নভোথিয়েটার দর্শকদের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের পর নবনির্মিত এই বঙ্গবন্ধু নভোথিয়েটার রাজশাহীর এসময়ের সর্ববৃহৎ অবকাঠামো।
শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের সামনের অংশে ২.৩০ একর ভূমির উপর প্রতিষ্ঠিত নভোথিয়েটার অবকাঠামোগত উন্নয়নের কাজ শেষে, দৃশ্যমান হয়ে এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ জানান, তারা বাহ্যিক ও অভ্যন্তরীণ নির্মাণ কাজ শেষ করেছেন। রাজশাহী মহানগরীতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নির্মান প্রকল্প’টি ২৩২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নভোথিয়েটার কর্তৃপক্ষ এবং গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির ভৌত অবকাঠামো এবং সরঞ্জাম স্থাপনের কাজ নির্ধারিত ধাপে সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, বঙ্গবন্ধু নভোথিয়েটারে বৈজ্ঞানিক ও ডিজিটাল প্রদর্শনী, ফাইভ-ডি সিমুলেটর থিয়েটার, টেলিস্কোপ এবং কম্পিউটারাইজড টিকিট ও সাজসজ্জার ব্যবস্থাসহ আধুনিক প্রযুক্তির ডিজিটাল প্রজেক্টরের ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি প্ল্যানেটোরিয়াম রয়েছে।
এছাড়াও এখানে একটি করে ৯-ডি ও ৫-ডি হল, মুজিব কর্ণার ও বৈজ্ঞানিক গ্রন্থাগার এবং এখানকার সমস্ত কার্যক্রম ১২০টি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করার ব্যবস্থা রয়েছে ।
নভো থিয়েটারের ৮০টি গাড়ির পার্কিং স্পেসসহ একটি ৩৯ হাজার ৫০০ বর্গফুট বেসমেন্ট রয়েছে। প্রথম তলায় অফিস ব্লক, প্রদর্শনী স্থান ও ক্যাফেটেরিয়া এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সমস্ত অফিস ব্লক, ২০০ আসনের প্রদর্শনী স্থান এবং ১৬০টি আসনবিশিষ্ট গ্রহমন্ডল রয়েছে।
এই নভোথিয়েটারে সিসিটিভি, ২০০০-কেভিএ পাওয়ার সাবস্টেশন, ৫০০-কেভিএ জেনারেটর, তিনটি লিফট, দুটি এসকেলেটর এবং চারটি এলিভেটরের মতো অন্যান্য প্রয়োজনীয় সুবিধাদিও রয়েছে।
প্রকল্প পরিচালক আজম-ই-সাদাত বলেন, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়েছে এবং আশা করা হচ্ছে আগামী এক মাসের মধ্যে এটি চালু করা সম্ভব হবে।
তিনি বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনের পাশাপাশি জনগণের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অ্যারোনটিক্স সম্পর্কে জ্ঞান সম্প্রসারণের উপর জোর দিয়ে প্রকল্পটি গ্রহণ করেছে।
আজম সাদাত বলেন, নভো থিয়েটার রাজশাহী এবং সমগ্র উত্তর-পশ্চিমাঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার পাশাপাশি বিনোদনের একটি চমৎকার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে সফলভাবে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে নতুন প্রজন্মের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি মহাকাশ শিক্ষা ও গবেষণা অপরিহার্য।
- আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া
- পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন চিনি
- স্মার্টফোন স্প্যাম কল-মেসেজ আসা বন্ধ করবেন যেভাবে
- অতীতের যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. ইউনূসের
- ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় গাইবান্ধার ফুলছড়ি
- রাজধানীতে দোলনায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু
- ৮ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
- যেসব এলাকায় বৃহস্পতিবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
- পর্যটকদের সাজেক ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা
- ৯শ`কোটি ডলার দিতে পারলে মৃত্যুদণ্ড এড়াতে পারবেন নারী ধনকুবের
- নান্দি নাদাইতওয়া হলেন নামিবিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট
- বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা-দিল্লির
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
- বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা
- হ্যামিলনের বাঁশিওয়ালা ও আজকের পৃথিবী
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- পঞ্চগড় থেকে দেখে আসুন কাঞ্চনজঙ্ঘা
- এইচএসসির ফল দেখবেন যেভাবে
- সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা
- দীপাবলির আগেই সুখবর দিচ্ছেন রণবীর-আলিয়া
- আলাদা জায়গা পেলেন না মতিয়া চৌধুরী, স্বামীর কবরেই দাফন
- নিরাপত্তা চেয়ে মোহাম্মদপুরবাসীর আল্টিমেটাম
- প্রধান উপদেষ্টার সঙ্গে বসবে বিএনপি
- নতুন সরকার যদি আমাকে ডাকে, অবশ্যই সাড়া দেব: নুসরাত