ঢাকা, রবিবার ১৭, নভেম্বর ২০২৪ ১৫:৪৪:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাহাত্তরেও সুরের জাদু ছড়াচ্ছেন রুনা লায়লা ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট লাফিয়ে বাড়া স্বর্ণের দামে হঠাৎ পতন, জানা গেল কারণ বাড়ছে শীতের প্রকোপ, ১৬ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪ মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ

রান্নাঘরের তেল চিটচিটে ভাব দূর করার ১০ টিপস

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রান্নাঘরের চারদেয়ালের আঠালো ভাব ও অন্যান্য জিনিসপত্র তেল চিটচিটে হয়ে আছে! এমন অবস্থায় কি করি বলুন তো? নো টেনশন, রান্না ঘরের তেল চিটচিটে ভাব দূর করে, ঝকঝকে পরিষ্কার করে নিন সহজ কিছু আইডিয়া কাজে লাগিয়ে!

যে উপায়ে দূর করবেন রান্নাঘরের তেল চিটচিটে ভাব: 
রান্নাঘরে কিচেন চিমনি, হুড, এগজস্ট ফ্যান, ভেন্টিলেটর রাখুন। এতে রান্নার সময় উৎপন্ন হওয়া ধোঁয়া, তেল, বাষ্প বাইরে বের হয়ে যাবে। ফলে রান্নাঘর তেল চিটচিটে হবে কম।
খেয়াল রাখুন, রান্নাঘরের জিনিসপত্র যেন চুলার উচ্চতার থেকে নিচু জায়গায় রাখা হয়। কারণ, রান্নার তেলযুক্ত ধোঁয়া ওপরের দিকে ওঠে।
রান্না করার পর প্রতিদিন সাবানজল বা লিকুইড ক্লিনার দিয়ে ওভেনের আশপাশও পরিষ্কার করে নিতে হবে।
রান্নাঘরে থাকা বাড়তি জিনিস সরিয়ে কেবল প্রয়োজনীয় জিনিসপত্র আলাদা আলাদা প্যাকেটে রেখে দিন।
মাসে দু-তিনবার রান্নাঘরের দেয়াল ও মেঝে পরিষ্কার করার কাজটি করুন।
রান্না করবার সময় রান্না করা তেল পুড়ে ওপর দিকে ওঠে। তাই রান্নাঘরে চিটচিটেভাব হয়ে যায়। তাই সপ্তাহে একবার রান্নাঘরের ঝুল পরিষ্কার করুন।
রান্নার জিনিসপত্র হালকা গরম জলে ডিটারজেন্ট ও একটু লেবুর রস বা কয়েক ফোঁটা ভিনেগার মিশিয়ে ওই জল দিয়ে পরিষ্কার করলে ঝকঝকে দেখাবে।
রান্নাঘরের ব্যবহৃত বিভিন্ন মশলার কৌটো, আনুষঙ্গিক সামগ্রী সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করে নিতে হবে।
রান্নাঘরের জানালার গ্রিলে অনেক সময় তেল ও ঝুল আটকায়। সপ্তাহ পরপর সাবান জলে ভিজিয়ে স্পঞ্জ বা কাপড় দিয়ে রান্নাঘরের জানালার গ্রিল পরিষ্কার করে নিন।
রান্নাঘরে জিনিসপত্র কম রাখতে হবে। তাছাড়া ফ্রিজ, ওভেন বাইরে রাখা ভালো। যেগুলো রান্নাঘরে না রাখলেই নয়, সেগুলো কেবিনেটের ভেতরে রাখুন।