ঢাকা, বৃহস্পতিবার ০৫, ডিসেম্বর ২০২৪ ১:১০:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে দোলনায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু ৮ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় নান্দি নাদাইতওয়া হলেন নামিবিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা-দিল্লির রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা

রাবিতে আপাতত ছাত্ররাজনীতি স্থগিত ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২২ পিএম, ১৭ জুলাই ২০২৪ বুধবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপাতত ছাত্ররাজনীতি স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. সাব্বির সাত্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপাতত ছাত্ররাজনীতি স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. সাব্বির সাত্তার

কোটা সংস্কার দাবিতে আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আপাতত ছাত্ররাজনীতি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় নিজ দপ্তরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা এ ঘোষণা দিয়েছেন রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. সাব্বির সাত্তার।

এর আগে আজ দুপুর ১২টা থেকে রাবির সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের ফটক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় হল প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানান তারা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের একদল প্রতিনিধি উপাচার্যের সঙ্গে উন্মুক্ত আলোচনায় বসেন।

আলোচনা শেষে রাবি উপাচার্য বলেন, ‌‘বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তচিন্তার জায়গা। এখানে রাজনীতি থাকবে এটাই স্বাভাবিক। তবে ছাত্রদের দাবির বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। এ ছাড়া সরকার থেকে দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা এসেছে। আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে হল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি। হল ত্যাগের নির্দেশনা বাতিল করতে হলে ইউজিসির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।’

ড. মো. সাব্বির সাত্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যারা আছেন তাদের অনুমতিতেই বলছি, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্যাম্পাসে আপাতত ছাত্ররাজনীতি স্থগিত করছি। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানিয়ে দেওয়া হবে।’