ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ১১:৪৬:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টস হেরে ফিল্ডিংয়ে টাইগ্রেসরা পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৯ বস্তা টাকা তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে, শীতে কাঁপছে পঞ্চগড় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪ তেল-আলু-পেঁয়াজে স্বস্তি নেই, মাছের বাজার চড়া

রোহিঙ্গাদের ত্রাণ দিতে বাধা দেয়ায় খালেদা জিয়ার নিন্দা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে বিএনপির ত্রাণ দিতে বাধা দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক টুইট বার্তার তিনি এ নিন্দা জানান। টুইট বার্তায় খালেদা জিয়া উল্লেখ করেন, দেশছাড়া রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণে সরকারের ‌বাধা রাষ্ট্রীয় ক্ষমতার স্বার্থান্ধ অপব্যবহার। আমি এর তীব্র নিন্দা জানাই।

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজার গিয়েছেন।

প্রতিনিধি দলে আছেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও হারুনুর রশিদ হারুন।

বুধবার ২২ ট্রাক ত্রান নিয়ে উখিয়ার উদ্দেশ্য রওনা দিলে তাদের বাধা দেয় পুলিশ। বৃহস্পতিবারও গন্তব্যে যেতে না পেরে ট্রাক থেকে ত্রান নামিয়ে স্থানীয় জেলা বিএনপির কার্যালয় রাখা হয়েছে। নেতারা এখনও কক্সবাজার অবস্থান করছেন।