লেবুর দাম কমছেই না
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ২ এপ্রিল ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি
ঈদের পর তেমন চাহিদা না থাকা সত্ত্বেও লেবু আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে । রাজধানীর বিভিন্ন বাজারে আকারভেদে প্রতি হালি লেবু ৭০ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। চাঁদরাতে লেবুর দাম হালিতে ১০ টাকা বেশি ছিল।
ঈদের পর থেকে রাজধানীর আগারগাঁওয়ের তালতলা, কারওয়ানবাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেট এবং টাউন হল বাজার খোঁজ নিয়ে লেবুর বাড়তি দামের এসব তথ্য জানা গেছে।
পাইকারি ও খুচরা বিক্রেতারা প্রতিবেদককে জানান, ঈদের বন্ধের কারণে বাজারে অধিকাংশ সবজির সরবরাহ কম। বিশেষ করে লেবু ও শসার সরবরাহ আরও কম। এ কারণে তাঁরা দাম বেশি রাখছেন।
দেখা গেছে, ঈদের পর অল্প কিছু দোকান খুললেও ক্রেতার সংখ্যা ছিল হাতে গোনা। ক্রেতাদের বেশির ভাগই জানান, তাঁরা খুব জরুরি প্রয়োজনেই বাজারে এসেছেন। অনেক নিম্নবিত্ত পরিবারের লোকেদের মধ্য যাঁরা ঈদের আগে বাজার করার সুযোগ পাননি, তাঁদের অনেকেই আজ এসেছেন।
সেলিম নামের একজন ক্রেতা জানান, তিনি বাবর রোডের একটি শোরুমে কাজ করেন। ঈদের আগে তাঁর কাছে নগদ টাকা ছিল না। এ জন্য মুরগির মাংস ও অন্যান্য বড় (বেশি টাকার) বাজার করার সুযোগ পাননি। আজ (ঈদের পরদিন) বাজার থেকে মুরগি, শসা, পুদিনা পাতা, টক দই এসব কিনেছেন। কিন্তু কৃষি মার্কেটে দোকান খোলা না থাকায় পেঁয়াজ, আলু, বেগুনসহ কয়েকটি পণ্য কিনতে পারেননি। এগুলোর জন্য আশপাশের ছোট বাজারে গিয়ে দেখবেন বলে জানান।
বাজারগুলোতে দেখা যায়,ছোট আকারের এক হালি লেবু বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৭০ টাকায়। আর বড় আকারের লেবুর সর্বোচ্চ দাম ১২০ টাকা পর্যন্ত। বাজারে সব সবজির দোকানে লেবু পাওয়াও যাচ্ছে না। কারণ, সরবরাহ কম।
কৃষি মার্কেটে দোকানদার এক হালি লেবুর দাম চান ৭০ টাকা।
রফিক নামের একজন ক্রেতা বলেন, ‘ছোট সাইজের (আকারের) এই লেবুর দাম ২৫-৩০ টাকার বেশি হওয়ার কথা নয়; কিন্তু দাম চাইছে ৭০ টাকা।’ অন্যদিকে বিক্রেতার দাবি, ৭০ টাকার নিচে লেবু বিক্রি করলে তাঁর মোটেও লাভ থাকবে না।
বাজারে শসার দামও চড়া। প্রতি কেজি শসা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে এ দাম ৬০-৮০ টাকা। এ ছাড়া প্রতি কেজি বেগুন ৭০-৮০ টাকা, বরবটি ১০০ টাকা, কাঁচা মরিচ ৮০-১২০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা ও পেঁপে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে পেঁপের দাম কেজিতে ২০ টাকার মতো বেড়েছে।
মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি বিক্রেতারা বলেন, ঈদের বন্ধের মধ্যে ক্রেতা কম, আবার সবজির সরবরাহ কম। এ কারণে দাম কিছুটা বাড়তি। দু-তিন দিনের মধ্যে বাজার আগের অবস্থায় ফিরে যাবে।
- কারাগারে ‘ক্রিম আপা’ খ্যাত শারমিন শিলা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- হঠাৎ ঢাকায় শাবনূর
- ফেসবুক পোস্টে আসা উল্টাপাল্টা কমেন্টে এখন রিপোর্ট করা যাবে
- সবজির দাম বেড়েছে, সংকট সয়াবিনের
- গরমে কোন কোন রোগ হয়? সুস্থ থাকার উপায় জানুন
- ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
- পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, হবে ‘আনন্দ শোভাযাত্রা’
- সারা দেশে বৃষ্টির আভাস
- ডিটেনশন আইনে কারাগারে অভিনেত্রী মেঘনা আলম
- নরসিংদীতে ধর্ষকের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিলো এলাকাবাসী
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত
- যুক্তরাষ্ট্রে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- ২ দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ইতিহাসে রেকর্ড
- থাইল্যান্ডকে উড়িয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ
- ‘উইমেন ফর উইমেন,এ রিসার্চ এন্ড স্টাডি গ্রুপ’এর বার্ষিক সভা
- বইমেলায় আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’
- মিষ্টি আলুর হালুয়া রেসিপি
- লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল
- রোজার ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া
- শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ
- জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
- শবে বরাতে করণীয় ও বর্জনীয়
- মাঠে ফিরছেন বিদ্রোহী সাবিনারা
- দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হবে: খালেদা জিয়া
- ১৮ বছর পর সব মামলা থেকে নিষ্কৃতি পেলেন খালেদা জিয়া
- নারীদের অবদানকে সম্মান জানিয়ে প্রকাশিত হলো ‘তুমি যেমন’
- যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- অবশেষে তাহসানের বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা
- নারীর নিরাপত্তা রক্ষায় সরকারকে আরও তৎপর হতে হবে