ঢাকা, শনিবার ২৩, নভেম্বর ২০২৪ ১৮:১১:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে এ বছরেই ৫১ শিশুর প্রাণহানি মাকে হত্যা করে থানায় হাজির ছেলে আমদানির সাড়ে তিনগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে আলু ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

শেষ মুহূর্তে কোথায় করবেন পূজার শপিং

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ এএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

চলছে পূজার কেনাকাটা।  ছবি: উইমেননিউজ২৪.কম।

চলছে পূজার কেনাকাটা। ছবি: উইমেননিউজ২৪.কম।

উৎসব মানেই আনন্দ, আনন্দ মানেই সাজসজ্জা। আর তাই দুর্গাপূজা মানেই নিজেকে নতুন করে সাজিয়ে তোলা, নিজের জন্য ও প্রিয়জনের জন্য জমিয়ে শপিং। কিন্তু বর্তমান প্রজন্মের কাছে রোজকার ব্যস্ত রুটিনের মধ্যে সে সবের জন্য সময় কোথায়? পরিসংখ্যান বলছে, পূজায় বিগত বেশ কয়েক বছর ধরে শপিং মলগুলিতে পঞ্চমী-ষষ্ঠীতেই সব থেকে বেশি ভিড় জমাচ্ছেন চাকুরিজীবীরা। অথচ ততক্ষণে তো পূজা কালেকশন শেষের মুখে! পোশাক পছন্দ হলেও, কখনও তা মাপে জুতসই হচ্ছে না, কখনও বা মাপে জুতসই হলেও রং পছন্দ হচ্ছে না। তা হলে উপায়?

এই প্রতিবেদনে পাঠকদের জন্য রইল তেমনই কিছু গন্তব্যের হদিশ, যেখানে আপনি শেষ মুহূর্তেও পেয়ে যেতে পারেন নজরকাড়া জুতো-জামা থেকে পছন্দের আনুষঙ্গিক।

নিউ মার্কেট:
রাজধানীেত পূজার কেনাকাটা মানেই নিউ মার্কেট। ঢাকার সব থকে পুরনো এবং জনপ্রিয় এই মার্কেট একই সঙ্গে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের জামা, জুতো, গয়নাসহ অন্যান্য আনুষঙ্গিকের চোখ ধাঁধানো সম্ভার। ওয়েস্টার্ন পোশাক থেকে শুরু করে রূপচর্চার সরঞ্জাম, জাঙ্ক জুয়েলারি, ব্যাগ কিংবা বিভিন্ন রকম কুর্তি, শাড়িসহ হরেক রকম সাবেক সাজ, সব কিছুরই সন্ধান পাবেন নিউ মার্কেটের একই ছাদের তলায়।

যমুনা ফিউচার পার্ক:
ঢাকার অন্যতম পুরনো কেনাকাটার গন্তব্য যমুনা ফিউচার পার্ক। যে কোনও ধরনের শাড়ি, পোশাক ও গহনা এখানে পেয়ে যাবেন আপনি। চান্দেরি, কাঞ্জিভরম, সিল্ক আরও কত কী! এই শপিং মলটি এমন একটি জায়গা যেখানে আপনি সাজের প্রয়োজনীয় ছোট থেকে বড় সব জিনিসের সন্ধান পেয়ে যেতে পারেন। পাবেন ব্রান্ডের সব নামিদামি দোকানের সন্ধানও। মিলবে দামি জুতা-অলংকার-ঘড়িসহ বিভিন্ন কসমেটিকস।

চাঁদনীচক-গাউসিয়া:
রাজধানীেত কেনাকাটার শুরু থেকে শেষ অবধি যেই জায়গার কথা না বললেই নয় তা হল চাঁদনীচক-গাউসিয়া। এসব দোকান থেকে আপনি পেতে পারেন খুব ফ্যাশানেবল ড্রেস, টপ, কুর্তি, জিন্স সব কিছুরই বিরাট সম্ভার, আবার পেয়ে যাবেন প্রচুর গয়নাগাটি এবং জুতো, ব্যাগ ইত্যাদির দোকান। 

বসুন্ধরা সিটি শপিংমল:
যদি পূজার সময় আপনার ফ্যাশান চয়েসের মূলকেন্দ্র হয় হ্যান্ডলুম শাড়ি অথবা ভাল মানের সুতি ও সিল্কের জামা, ড্রেস, টপ এবং ব্লাউজ- তাহলে বসুন্ধরা সিটি শপিংমল থেকে ঘুরে আসুন অবশ্যই। একই সাথে সেখানে পেয়ে যেতে পারেন অন্য ধরনের গয়না ও সাজের সরঞ্জামও।

ধানমন্ডি হকার্স মার্কেট:
শেষ মুহূর্তের শাড়ি কেনাকাটার জন্য আরও একটি খুব জনপ্রিয় গন্তব্য হল ধানমন্ডি হকার্স মার্কেট। সিল্ক আর কটন শাড়ির বিশাল সম্ভার থেকে বেছে নিতে পারেন আপনার পূজার সেরা লুকের জন্য দরকারি সবরকম শাড়ি আপনার পছন্দ মতন দামে।