ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ৩:১৪:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

শোকাবহ আগস্টে আ.লীগের মাসব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগস্ট মাস, শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ হিসেবে সরকারিভাবে পালিত হয়। প্রতি বছর আগস্টকে শোকের মাস হিসেবে পালন করে বঙ্গবন্ধুর হাতে গড়া দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এবারও মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বুধবার (৩১ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি জানানো হয়। ৩১ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল করবে স্বেচ্ছাসেবক লীগ, মোমবাতি প্রজ্বালন ও খাদ্য বিতরণ করবে মৎস্যজীবী লীগ এবং আলোক প্রজ্বালন করবে ছাত্রলীগ।
১ আগস্ট (বৃহস্পতিবার) বাদ ফজর বনানী কবরস্থান মসজিদে মাসব্যাপী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কোরানখানি ও দোয়া মাহফিল; কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের কোরান খতম, ১৫ আগস্টের শহীদদের স্মরণে দোয়া, খাদ্য বিতরণ; সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে যুব মহিলা লীগের জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন; সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক লীগের শোক র‌্যালি; সকাল ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে কালো ব্যাজ ধারণ, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল করবে কৃষক লীগ। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২ আগস্ট (শুক্রবার) সকল জেলা, উপজেলা ও ইউনিয়নে স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল করবে কৃষক লীগ।
৩ আগস্ট (শনিবার) মৎস্যজীবী লীগের বৃক্ষরোপণ কর্মসূচি, সকল মহানগরে যুব সমাবেশ বা মানববন্ধন কিংবা অবস্থান কর্মসূচি ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করবে যুবলীগ।
৪ আগস্ট (রবিবার) সকল জেলায় যুব সমাবেশ বা মানববন্ধন কিংবা অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবে যুবলীগ।

৫ আগস্ট (সোমবার) সকাল ৮টায় ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে এবং সকাল পৌনে ৯টায় বনানীর কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখাসহ সহযোগী সংগঠনগুলো। ‘শেখ কামাল: তারুণ্যের জেগে ওঠার নাম’ শীর্ষক আলোচনা সভা করবে যুবলীগ। শেখ কামালের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থ, এতিম ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করবে মৎস্যজীবী লীগ। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন এবং জীবনকর্মের ওপর উন্মুক্ত স্মৃতিচারণ ও আলোচনা সভা করবে ছাত্রলীগ। সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী করবে স্বেচ্ছাসেবক লীগ।
৭ আগস্ট (বুধবার) সকল উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়নে যুব সমাবেশ বা মানববন্ধন কিংবা অবস্থান কর্মসূচি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করবে যুবলীগ।
৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৮টায় বনানী কবরস্থানে বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখাসহ সহযোগী সংগঠনগুলো। ‘বঙ্গমাতা নিভৃতে উৎসর্গিত মহাজীবন’ শীর্ষক যুবলীগের আলোচনা সভা। বাদ জোহর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এতিমদের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের খাদ্য বিতরণ। মিলাদ ও আলোচনা সভা করবে স্বেচ্ছাসেবক লীগ। মিলাদ, দোয়া ও খাদ্য বিতরণ করবে মৎস্যজীবী লীগ।

৯ আগস্ট (শুক্রবার) সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে শ্রমিক লীগ।

১০ আগস্ট (শনিবার) সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে মহিলা শ্রমিক লীগের শোক দিবসের আলোচনা সভা, সকাল ১০টায় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করবে মহিলা আওয়ামী লীগ।
১১ আগস্ট (রবিবার) যুব সমাবেশ বা মানববন্ধন কিংবা অবস্থান কর্মসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করবে যুবলীগ। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করবে স্বেচ্ছাসেবক লীগ।
১২ আগস্ট (সোমবার) মৎস্যপোনা অবমুক্ত কর্মসূচি পালন করবে মৎস্যজীবী লীগ, বিকাল ৩টা শাহবাগের বিএসএমএমইউয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন সেন্টারে স্বাধীনতা চিকিৎসক পরিষদের আলোচনা সভা।
১৩ আগস্ট-১৫ আগস্ট (মঙ্গলবার-বৃহস্পতিবার) ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী করবে স্বেচ্ছাসেবক লীগ।
১৫ আগস্ট (বৃহস্পতিবার) সূর্যোদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সংগঠনের সব স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন (রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে), সকাল ৮টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল। দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল। বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনা। দুপুরে সারা দেশে অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজ। বাদ আসর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল।
১৬ আগস্ট (শুক্রবার) দেশের সকল মাদ্রাসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এবং ১৫ আগস্টের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল করবে ছাত্রলীগ।
১৭ আগস্ট (শনিবার) সকাল ১১টা অথবা বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ; সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়নে যুবলীগের মৌলবাদবিরোধী সমাবেশ ও কালোপতাকা প্রদর্শন; ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলায় জড়িত অপরাধীদের বিচারের দাবিতে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন; সিরিজ বোমা হামলার প্রতিবাদে সারাদেশে ছাত্রলীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ; দিনব্যাপী থানা, ওয়ার্ড ও ইউনিটে প্রতিবাদ কর্মসূচি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের; বিক্ষোভ মিছিল তাঁতী লীগের।

১৮ আগস্ট (রবিবার) বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ; বিকাল তিনটায় ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের আলোচনা সভা।
২০ আগস্ট (মঙ্গলবার) কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে কৃষক সন্তানদের মাঝে বঙ্গবন্ধুর ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা করবে কৃষক লীগ, বিকাল ৩টায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগ।
২১ আগস্ট (বুধবার) সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের স্মরণে আলোচনা সভা করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখাসহ সহযোগী সংগঠনগুলো। বিকাল ৫টা ২১ মিনিটে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন ও আলোক শিখা প্রজ্বালন। গ্রেনেড হামলার প্রতিবাদে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল। গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং ‘শেখ হাসিনা তুমি অবিচল, অকুতোভয়, অপ্রতিরোধ্য, দুর্জয়’ পদযাত্রা করবে ছাত্রলীগ।
২২ আগস্ট (বৃহস্পতিবার) কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ করবে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ।
২৩ আগস্ট (শুক্রবার) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ও আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করবে মহিলা আওয়ামী লীগ। সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনাকারীদের ফাঁসির দাবিতে মহিলা শ্রমিক লীগের মানববন্ধন। বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা করবে যুব মহিলা লীগ। সকল জেলায় ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ।
২৪ আগস্ট (শনিবার) সকাল ৮টায় বনানী কবরস্থানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ নারীনেত্রী আইভী রহমানের স্মরণে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখাসহ সহযোগী সংগঠনগুলো। মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর জেলায় কৃষক লীগের কালো ব্যাচ ধারণ, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও খাদ্য সামগ্রীবিতরণ করবে কৃষক লীগ। জাতীয় শোক দিবস উপলক্ষে মৎস্যজীবী লীগের আলোচনা সভা।
২৫ আগস্ট (রবিবার) ১৫ ও ২১ আগস্ট নিহত শহীদদের স্মরণে মিলাদ, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ করবে ঢাকা মহানগর উত্তর যুবলীগ।
২৫-৩১ আগস্ট জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে বৃক্ষরোপণ করবে যুবলীগ।
২৬ আগস্ট (সোমবার) ১৫ ও ২১ আগস্ট নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ও খাদ্য বিতরণ করবে যুবলীগ। জাতীয় শোক দিবস উপলক্ষে মৎস্যজীবী লীগের আলোচনা সভা।
২৭ আগস্ট (মঙ্গলবার) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখাসহ সহযোগী সংগঠনগুলো।
২৯ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করবে শ্রমিক লীগ।
৩০ আগস্ট (বুধবার) বিকাল ৩টায় জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে আলোচনা সভা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
৩১ আগস্ট (শনিবার) বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভা। সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ।