ঢাকা, বৃহস্পতিবার ১৩, ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৯:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ সাদপন্থিদের ইজতেমা শুরু শুক্রবার, মাঠে মুসল্লিদের সমাগম প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন শবে বরাতে করণীয় ও বর্জনীয় আজ ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে রাজি ট্রাম্প-পুতিন দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

সাদপন্থিদের ইজতেমা শুরু শুক্রবার, মাঠে মুসল্লিদের সমাগম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে গতকাল বুধবার রাত থেকে ইজতেমায় আসছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে মুসল্লিদের সমাগম।

জানা গেছে, নিরাপত্তায় প্রথম পর্বের দুই ধাপের মতোই থাকছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বসানো হয়েছে সিসি ক্যামেরাও। শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। এরপর ধারাবাহিকভাবে চলবে তিন দিনের সব কার্যক্রম। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।
এদিকে, ইজতেমায় অংশ নিতে আগেভাগেই ময়দানে জড়ো হচ্ছেন মুসল্লিরা। তাঁরা ইজতেমা ময়দানে তাঁদের জন্য বরাদ্দ করা খিত্তায় অবস্থান করছেন।

ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজকেরা জানান, এরই মধ্যে দেশ-বিদেশি মুসল্লিরা আসতে শুরু করেছেন ইজতেমা প্রাঙ্গণে। পুরো ময়দানকে ৮১টি খিত্তায় ভাগ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার জুমার নামাজে ২০ লাখ মুসল্লি অংশ নেবে।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম সাংবাদিকদের জানান, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরুর দিন পবিত্র শবেবরাত হওয়ায় দিবসটি আলাদা একটি গুরুত্ব বহন করছে। এবার ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে দুই ধাপে অনুষ্ঠিত হয়।