সড়কে গণপরিবহন সংকট, ভোগান্তিতে অফিসগামী মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ১৯ নভেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বিএনপি জামায়াতসহ সমমনা দলের ডাকা হরতাল কর্মসূচিতে রাজধানীতে কমেছে গাড়ির চাপ। ফলে গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ।
রোববার (১১ নভেম্বর) রাজধানীর আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটরসহ বিভিন্ন সড়ক ঘুরে গণপরিবহন সংকটে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র চোখে পড়েছে।
বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করেন মো. আজিম উদ্দিন। কর্মের তাগিদে ফার্মগেট এলাকা থেকে নিয়মিত যাতায়াত করেন রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিল এলাকায়। তবে প্রতিদিন বাসা থেকে এসেই গাড়ি পেলেও কিছুটা বিপাকে পড়েছেন আজকে। ৩০ মিনিটের বেশি সময় দাঁড়িয়ে থেকেও উঠতে পারেননি কোন পরিবহনে।
আজিম উদ্দিন বলেন, প্রতিদিন স্ট্যান্ডে এসেই গাড়ি পাই। কিন্তু আজ ৩০ মিনিটের উপরে রাস্তাই দাড়িয়ে আছি গাড়ি পাচ্ছি না। বেশ কিছু সময় পর পর একটা দুইটা গাড়ি আসছে কিন্তু তাতেও উঠার কোন পরিবেশ নেই। গেটে পর্যন্ত মানুষ ঝুলছে। অফিসে কখন পৌছাতে পারবো কিছুই বলতে পারছি না।
পারিবারিক প্রোয়োজনে সদর ঘাটের লঞ্চে করে বাড়িতে যাবেন মো. আলী আজম। দীর্ঘ অপেক্ষার পরও বাসে উঠতে না পেরে বেশি টাকা দিয়েই অবশেষে সিএনজি অটো রিকশাতে চেপে বসেছেন তিনি।
তিনি বলেন, নিজের প্রয়োজনে দ্রুত বাড়িতে যেতে হবে। তাই সকাল সকাল বের হয়েছি। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোন গাড়িতে উঠতে পারিনি। তাই কি করবো বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে সিএনজি অটোরিকশা রিজার্ভ করেছি। এই হরতাল অবরোধের নামে শুধু শুধু মানুষের ভোগান্তিতে ফেলার কোন মানে হয়?
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বড় ভাই। সারা রাত ভায়ের ওখানে রয়েছেন ছোট ভাই নাসের। রাজধানীর শ্যামলী থেকে হাসপাতালে যাবেন ছোট বোন এবং অসুস্থ ভায়ের স্ত্রী। পরে বাসাই ফিরে আসবেন ছোট ভাই নাসের।
ছোট বোন বলেন, আমার ভাই ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। ছোট একটা অপারেশন হয়েছে। তাই সব সময় তার কাছে কেউ না কেউ থাকতে হচ্ছে। রাতে ছোট ভাই ছিল। এখন আমরা গেলে সে বাসাই আসবে। কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কোন গাড়ি পাচ্ছি না। যেসব গাড়ি আসছে তাতে উঠতেই পারছি না। গেটে পর্যন্ত মানুষ ঝুলছে।
এদিকে পরিবহন শ্রমিকেরা বলছেন, রাস্তাই গাড়ি কম থাকায় অধিকাংশ গাড়িতে পা ফেলার জায়গাও থাকছে না।
আয়াত পরিবহনের চালকের সহকারী বলেন, হরতালের কারণে রাস্তায় গাড়ি নেমেছে কম। গাড়ির মালিকদের মধ্যে কিছুটা ভয় হচ্ছে যদি গাড়িতে আগুন দেয়। আর একটা গাড়ি পুড়িয়ে দিলে মালিকের কত টাকার ক্ষতি। তাই সবাই গাড়ি বের করেনি। গাড়ি কম থাকার কারণে গাড়ির গেটে পর্যন্ত মানুষ ঝুলছে। ভেতরে যাত্রী নেওয়ার মতন কোন জায়গাই থাকছে না। একজন নামলে তিনজন উঠছে।
এদিকে রাজধানীর বিভিন্ন বাস পয়েন্ট সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ বাস পয়েন্টে যাত্রীরা দাঁড়িয়ে থাকছেন। বেশ কিছুসময় পর পর গণপরিবহন আসলেও সেগুলোতে ঠাঁই থাকছে না তিল ধারণের। এদিকে সড়কে বেড়েছে নিজস্ব পরিবহনের সংখ্যাও।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশি হামলার অভিযোগ করে ২৯ অক্টোবর সারা দেশে হরতাল ডাকে বিএনপি। পরে সেই হরতালে সমর্থন জানান জামায়াতে ইসলামীসহ সমমনা দল।
একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন সর্বাত্মক অবরোধ ডাকে দলগুলো। পরে দ্বিতীয় দফায় ৫ থেকে ৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮ থেকে ৯ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি-জামায়াত। পরে চতুর্থ দফায় রবি ১৩ ও সোমবার ১৪ তারিখ অবরোধ পালন করে দলটি। পঞ্চম দফায় ১৫ নভেম্বর বুধবার ও ১৬ নভেম্বর বৃহস্পতিবার অবরোধের ডাক দেয় দলটি। সবশেষ ষষ্ঠ দফায় আবারও দুইদিন ব্যাপি হরতালের ডাক দেয় বিএনপি। বিএনপির ডাকা হরতালে প্রথমদিন আজ। ফলে হরতালকে কেন্দ্র করে রাজধানীর সড়কে কমেছে গণপরিবহনের সংখ্যা।
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নারীসহ ৫ অটোরিকশা যাত্রী নিহত
- রোজ চিকেন খেলে শরীরে কী প্রভাব পড়ে
- উত্তর জনপদে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩
- বঙ্গবন্ধু রেল সেতুতে চললো পরীক্ষামূলক ট্রেন
- মোল্লা কলেজ প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
- ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম
- তিনবার যমুনা নদীতে বিলীন স্কুল, দুর্গন্ধের মধ্যে ক্লাস
- ফের শাকিবের সিনেমায় ওপার বাংলার নুসরাত
- গ্রীসে অভিবাসীদের নৌকাডুবি: ৬ শিশুর মরদেহ উদ্ধার
- স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর
- ১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে সতর্ক সংকেত
- খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব
- সকালেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর`
- লঘুচাপটি নিম্নচাপে পরিণত, যেমন থাকবে আবহাওয়া
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- বিশ্ব হার্ট দিবস আজ
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- ‘রিমান্ড’-এ মম
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- পঞ্চগড় থেকে দেখে আসুন কাঞ্চনজঙ্ঘা
- জীবনে প্রেম এসেছে ৬ বার: স্বস্তিকা
- গৃহশ্রমিক মেয়েদের দিন কষ্টে কাটে
- এইচএসসির ফল দেখবেন যেভাবে