ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৫:৫৯:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

হরতাল : সহিংসতার শিকার নারী-শিশু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১১ নভেম্বর ২০১৩ সোমবার

গত তিন সপ্তাহে দেশব্যাপী তিন দফায় মোট দশদিন হরতাল ডাকা হলো৷ তৃতীয় দফায় রোববার থেকে ৮৪ ঘন্টার হরতাল ডেকেছে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধিন ১৮ দলীয় জোট৷ ঘন ঘন হরতালে ব্যাপকহারে সহিংসতার ঘটনা ঘটছে সারা দেশজুড়ে৷ দেশে অস্থিতিশিল পরিস্থিতি তৈরির পাশাপাশি এই নৈরাজ্যের শিকার হচ্ছে নারী ও শিশুরা৷ ককটেল সংস্কৃতি, পেট্রলবোমা নিক্ষেপ, বাসে অগি্নসংযোগের কারণে নির্মমতার শিকার হয়ে প্রাণ হারাতে হচ্ছে কোমলমতী শিশুদের৷ গুরুতর আহত হচ্ছেন নারীরাও৷ ককটেলের আঘাতে কেউ হারাচ্ছে হাত-পা, আবার চোখ হারিয়ে চীরদিনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে অনেকে৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনগণের অধিকার লঙ্ঘন করে এ ধরণের হরতাল দিয়ে জানমালের ক্ষতি করা গণতন্ত্র পরিপন্থি৷ নিজেদের রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রাম করতে হবে সংযোত আচরণের মাধ্যমে৷ দেশের শিশু ও নারীদের হত্যা বা আহত করে রাজনৈতিক অধিকার আদায় করা যায় না৷ তারা বলেন, রাজনৈতিক অধিকার আদায়ে রাজপথে নৈরাজ্য সৃষ্টি না করে রাজনৈতিক টেবিলে আলোচনায় বসতে হবে৷ সমাজ বিশ্লেষকরা বলছেন, অতীতে দেখা যেতো নারী ও শিশুদের বিষয়টি যত্নের সঙ্গে লক্ষ্য রাখা হতো৷ কিন্তু বর্তমানে তেমনটি আর দেখা যায় না৷ এখন হরতাল হলেই নারী বা কোমলমতি শিশুদের হতাহতের খবর পাওয়া যায় যা খুবই দূঃখজনক৷ জীবন বাজি রেখে নারীদের কর্মক্ষেত্রে যেতে হচ্ছে, শিশুদের স্কুলে যেতে হচ্ছে৷ এর ফলে সহিংসতার শিকার হচ্ছে তারাও৷ এ প্রসঙ্গে নারীনেত্রী আয়শা খানম বলেন, ককটেল মেরে, নারী ও শিশুদের জখম ও হত্যা করে গণতন্ত্রের পথে অগ্রসর হওয়া যায় না৷ হরতাল অধিকার আদায়ের হাতিয়ার হতে পারে না৷ আমরা ইদানিং লক্ষ্য করে দেখেছি নিজেদের রাজনৈতিক অভিলাস আদায়ে হরতাল ডেকে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে৷ আর এর শিকার হচ্ছে আমাদের নারী ও অসহায় শিশুরা৷ আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এ থেকে পরিত্রাণের জন্য রাজনৈতিক দলগুলোকে সঠিক ও অহিংস পথ অবলম্বণের আহবান জানাই৷ এদিকে গত প্রায় এক মাসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে গতকাল রোববার হরতালের প্রথম দিনে গাজিপুরে হরতাল সমর্থকদের ধাওয়ায় আহত হন দুজন নারী৷ তিনদিন চিকিত্‍সা শেষে মৃতু্যর কাছে হার মানে মনির হোসেন (১৫)৷ গত ৪ নভেম্বর সোমবার হরতালের প্রথম দিনে গাজীপুরে রাস্তার পাশে পার্ক করা কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিলে গাড়ির ভেতরে থাকা মনির দগ্ধ হয়৷ ডিএমসির বার্ণ ইউনিটের চিকিত্‍সারত অবস্থায় সে মারা যায়৷ এর আগে জয়দেবপুর এলাকায় হরতালের আগের দিন গত ৩ নভেম্বর রোববার পিকেটাররা বাসে আগুন ধরিয়ে দিলে দগ্ধ হন রহিমা বেগম ও তার নাতনি সুমি৷ তারা বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিত্‍সা নিচ্ছেন৷ ১ নভেম্বর রাজধানীর পান্থপথের ফুটপাতে বল খেলার সময় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয় মুরাদ (১০) নামের এক কিশোর৷ বর্তমানে সে ডিএমসির বার্ণ ইউনিটে চিকিত্‍সা নিচ্ছে৷ এর আগে হরতাল চলাকালে পশ্চিম জুরাইনের নয় বছরের রহিমা আক্তার কুড়িয়ে পাওয়া ককটেল বিষ্ফোরিত হয়ে চরমভাবে আহত হয়৷ তার দুচোখই জখম হয়েছে গুরুতরভাবে৷ চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউটে তার চোখের অপাশেন হয় গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার৷ বার্ণ ইউনিটের নিবির পর্যক্ষেণ কেন্দ্রে চিকিত্‍সা নিচ্ছেন পোশাককর্মী নাসিমা বেগম৷ গত ২৬ অক্টোবর হরতালের আগের দিন মোহাম্মদপুর বেড়িবাধে বাসে আগুন দেওয়া হলে দগ্ধ হন নাসিমা৷ এর আগে চট্টগ্রামে হরতালের সময় ককটেল বিস্ফোরণে দুই শিশু এবং রাজশাহীতে আরো দুই শিশু গুরুতরভাবে আহত হয়৷ গত দুই সপ্তাহের ছয় দিনের হরতালে রাজধানীসহ সারা দেশে বেশ কয়েকজন নারী ও শিশু আহত হয়েছে এবং মনির নামে ১৫ বছরের একজন কিশোরের মৃতু্য হয়েছে৷ ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের তথ্য এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী গত ২৬ অক্টোবর থেকে গতকাল রোবার পর্যন্ত রাজধানী ও রাজধানীর বাইরে যানবাহনে অগি্নসংযোগ, কংকটেল ও পেট্রলবোমা হামলায় আহত হয়েছে অন্তত ৪৪ জন৷ এর মধ্যে শিশু-কিশোর কমপক্ষে দশজন৷ নারী রয়েছেন কমপক্ষে ৫জন৷ আহতদের মধ্যে সাভারের মোস্তাফিজুর রহমান ও গাজীপুরের কিশোর মনির হোসেন মারা গেছে হরতালের আগুনে৷ বার্ণ ইউনিটে এ পর্যন্ত চিকিত্‍সা নিয়েছে অন্তত ২৫ জন৷ এখনো ভর্তি আছে ১০ জন৷ ১১ নভেম্বর`২০১৩