৩২ নম্বরে এখনো উৎসুক জনতার ভিড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
পতিত সরকার প্রধান শেখ হাসিনার সক্রিয় রাজনীতিতে ফেরার উদ্দেশ্যে দেওয়া ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার বাড়ি ভাঙার কাজ শুরু হওয়ার পর এরইমধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাড়িটির অর্ধেকের বেশি অংশ। প্রায় দুদিন অতিবাহিত হলেও এখনো ৩২ নম্বরে ভিড় করছে উৎসুক জনতা।
শুক্রবার সকালেও শেখ মুজিবের ৩২ নম্বরের বাড়িতে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। তাদের অনেকেই ভাঙা বাড়িটির ভেতরে ও আশপাশে ঘুরে দেখছেন। কেউ কেউ সেলফি তুলছেন। অনেকেই আবার বাড়ি থেকে কিছু জিনিসও সঙ্গে নিয়ে যাচ্ছেন।
এদিন সকালে গিয়ে দেখা গেছে, এখনো বাড়িটির কিছু অংশে কয়েকজন হাতুড়ি দিয়ে ভাঙচুর করছেন। একদল মানুষ করাত দিয়ে রড কাটছেন। আরেক দল সেই রড নিয়ে যাচ্ছেন। কাউকে বাড়িটির ইট নিয়ে যেতে দেখা গেছে। তবে কোনো ভারি যন্ত্র দিয়ে বাড়ি ভাঙতে দেখা যায়নি।
বাড়িটির আশপাশে সংবাদকর্মীদের ভিড়ও ছিল লক্ষণীয়। ৩২ নম্বর সড়ক দিয়ে যারা যাচ্ছেন, তাদের অনেকেই গাড়ির গতি কমিয়ে জানালা দিয়ে বাড়িটি দেখছেন। ছবি তুলছেন। গতকাল বাড়িটিতে গরু জবাই করে রান্নাও করা হয়েছে, সেখানেও অনেকের ভিড় দেখা গেছে।
এর আগে, গত বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এক্সকাভেটর (খননযন্ত্র), ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ভাঙার কাজ বন্ধ থাকলেও দিনভর ওই বাড়ি ঘিরে ছিল বিক্ষুব্ধ ও উৎসুক জনতার ভিড়। পরে বিকাল সোয়া ৪টার দিকে ওই বাড়ির সামনে একটি গরু জবাই করা হয়। ‘জুলাই ঐক্যজোট’ নামের একটি সংগঠন গরুটি জবাই করে।
এদিকে ভারতে অবস্থান করে দেওয়া শেখ হাসিনার রাজনৈতিক ভাষণকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। কুষ্টিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুব উল আলম হানিফের বাড়িতে হামলা হয়। এরপর গত দুদিনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কমপক্ষে ৩৩টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের অন্তত অর্ধশত ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। আওয়ামী লীগের আটটি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।
- অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি
- ৩২ নম্বরে এখনো উৎসুক জনতার ভিড়
- সবজিতে স্বস্তি, অস্থির তেল-চালের বাজার
- আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা
- ২০২৭ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ
- ঝিনাইদহে ১২৩ ফুট উঁচু বঙ্গবন্ধু টাওয়ারে ভাঙচুর-আগুন
- শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
- যুক্তরাষ্ট্রে প্রার্থনা প্রাতরাশে যোগ দিলো বিএনপির প্রতিনিধি দল
- দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা
- থামুন! শান্ত হোন, সরকারকে কাজ করতে দিন: উপদেষ্টা মাহফুজ
- ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় ভারতের নিন্দা
- বনানীতে শেখ সেলিমের বাসায় আগুন
- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগ
- এবার আটক অভিনেত্রী সোহানা সাবা
- আটকের পর ডিবি কার্যালয়ে শাওন
- রাজনীতিতে যোগ দিলেন ডা. তাসনিম জারা
- শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
- শীতকালেও সানস্ক্রিন: কতবার এবং কীভাবে ব্যবহার করবেন?
- খালেদা জিয়াকে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ
- বেগম রোকেয়া দিবস আজ
- জুরিবোর্ডে ইলিয়াস কাঞ্চন ও বাঁধন
- শেষ ৮ ওভারে নেই বাউন্ডারি, স্কোরবোর্ডে পুঁজি মাত্র ১২৩
- ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা গ্রেপ্তার
- জামিন পেলেন শমী কায়সার
- জামিন পেলেন আল্লু অর্জুন
- মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসবে: গভর্নর
- ফেসবুকে কত ভিউ হলে কত টাকা আয় হয়?
- সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই
- এই শীতেও প্রতিদিন পর্যাপ্ত পানি খাচ্ছেন তো?
- ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়