৩৪৮ জন উদ্যোক্তা তৈরি করেছেন আফরোজা সুলতানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩১ পিএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
আফরোজা সুলতানা। যিনি গত ২৩ বছর আগে সমাজের অবহেলিত নারীদের কল্যাণে কাজ শুরু করেন। ১৯৯৮ সাল থেকে নারী উন্নয়ন ফোরাম নামে একটি সংস্থার মাধ্যমে কাজ করে যাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে ছোট একটি প্রকল্পের মাধ্যমে মাত্র দেড় বছরে ৩৪৮ জন অসহায় ও দুস্থ নারীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করেছেন।
জানা যায়, ২০১৯ সালের জুন থেকে ‘ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন উপজেলার দুস্থ এবং অসহায় নারীদের আয়বর্ধক কার্যক্রমের ওপর প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পটি শুরু করে নারী উন্নয়ন ফোরাম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নারী উন্নয়ন ফোরাম এ প্রকল্পটি নারীদের বিভিন্ন আয়বর্ধক প্রশিক্ষণে উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে।
চলমান এ প্রকল্পটির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে এবং তৈরি হওয়া নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে বুধবার (১৩ অক্টোবর) ফরিদপুরের মুন্সিবাজারে নারী উন্নয়ন ফোরামের অফিস পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ সাফল্যের বিষয়ে জানতে চাইলে আফরোজা সুলতানা বলেন, ‘ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার দুস্থ ও অসহায় নারীদের আয়বর্ধক কার্যক্রমের ওপর প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পে ফরিদপুর সদর, সদরপুর, ভাঙ্গা এবং রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, গোয়ালন্দ উপজেলার দুস্থ ও অসহায় নারীদের ৫টি ট্রেডে আয়বর্ধক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্তমানে বিউটিফিকেশন, হস্তশিল্প, ব্লকবাটিক, দর্জি বিজ্ঞান ও কম্পিউটার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে নারী উন্নয়ন ফোরাম।
তিনি আরও বলেন, আমরা গত দেড় বছরে ৮ হাজার ৫৫০ জন দুস্থ ও অসহায় নারীদের ৫টি ট্রেডে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সফলতার সঙ্গে শেষ করেছি। নারী উন্নয়ন ফোরাম থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ৩৪৮ জন উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছে। এই ৩৪৮ জন উদ্যোক্তার সঙ্গে আরও প্রায় ২ হাজার লোক কাজ করছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমি আশা করি উদ্যোক্তা তৈরির মাধ্যমে নারী উন্নয়ন ফোরাম নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করার পাশাপাশি নারীর ক্ষমতায়নে বিশেষ মনোযোগী হবে। মুজিব জন্মশতবার্ষিকী তথা মুজিবর্ষে ৩৪৮ জন নারী উদ্যোক্তা তৈরি করে নারী উন্নয়ন ফোরাম এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীদের নিয়ে অঙ্গীকার প্রতিষ্ঠাতায় নারী উন্নয়ন ফোরামের উদ্যোগ বিশেষ প্রশংসার দাবিদার বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, নারীদের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে এসে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। আমি সমাজসেবা অধিদফতর ও নারী উন্নয়ন ফোরামের এ যৌথ কার্যক্রমকে স্বাগত জানাই। ফোরামটি তার প্রজ্ঞা, মননশীলতা, অন্তঃদৃষ্টি, ইতিহাসবোধ, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে অবহেলিত নারীদের একটি সামাজিক অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে।
- ২০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা
- সর্দি-জ্বরে বেহাল দশা? স্বস্তি মিলবে ঘরোয়া উপায়ে
- পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
- শীতে ত্বক ভালো রাখবেন যেভাবে
- ‘সাগরের তীর থেকে’ খ্যাত গানের শিল্পী জীনাত রেহানা হাসপাতালে
- ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী
- বগুড়ায় আগাম জাতের আলু চাষ
- ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ
- হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর ঢুকতে পারবে না
- ‘মেগা মানডে’ ঘোষণা, ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ
- স্কলাসটিকায় ঠাকুর’মার ঝুলির নাটক মঞ্চস্থ
- পাবনায় শিমের ভালো ফলনে কৃষকের ঘুরে দাঁড়ানোর চেষ্টা
- পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ
- নব আলো সাহিত্য সংহতির ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক হলো
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- বিশ্ব হার্ট দিবস আজ
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- ‘রিমান্ড’-এ মম
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- জীবনে প্রেম এসেছে ৬ বার: স্বস্তিকা
- পঞ্চগড় থেকে দেখে আসুন কাঞ্চনজঙ্ঘা
- গৃহশ্রমিক মেয়েদের দিন কষ্টে কাটে