ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ১:৫২:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দাঁতের চিকিৎসা নিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ) হাসপাতালের কেবিন ব্লকে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখলেন দন্ত বিভাগের চিকিৎসকরা।

শনিবার বেলা দেড়টার পর কড়া পাহারায় তাকে একটি মাইক্রোবাসে করে নেওয়া হয় শ’ খানেক গজ দূরের আরেকটি ব্লকে দন্ত বিভাগে। পরে বেলা সোয়া ২টার দিকে তাকে ফিরিয়ে নেওয়া হয় কেবিন ব্লকে।

বিএসএমএমইউর ওরাল অ্যান্ড ম্যাক্সিফেসিয়াল বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান অসুস্থ খালেদা জিয়াকে দেখেছেন। তবে তার কী চিকিৎসা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

এদিকে কেবিন ব্লক থেকে দন্ত বিভাগে নেওয়ার সময় হুইল চেয়ারে বসা খালেদা জিয়ার পরনে ছিল বরাবরের মতোই গোলাপি রঙের শাড়ি, চোখে ছিল রোদ চশমা।

এর আগে, গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি তখন অন্যান্য সমস্যার সঙ্গে খালেদা জিয়ার দাঁতের চিকিৎসার প্রয়োজনের কথাও বলেছিলেন।

ফখরুল তখন বলেছিলেন, তার দাঁত শার্প (চোখা) হয়ে গেছে। সেটা যখন তার জিবে আঘাত করে তখনই তিনি কষ্ট পান। যার ফলে তিনি এখন কিছু খেতেও পারছেন না।

তিনি আরো বলেছিলেন, দেশনেত্রীর দাঁতের চিকিৎসাটা বড় চিকিৎসা। তার রুট ক্যানেল করা দরকার, স্কেলিং করা দরকার, টুথ এস্ট্রাকশন করা দরকার। দুই-একটা দাঁত তার নষ্ট হয়ে গেছে বয়সের কারণে, সেগুলো তুলে ফেলা দরকার।

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া দেড় বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য গত ১ এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয়। এরপর থেকে তিনি এখানেই রয়েছেন।

-জেডসি