ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১৪:৪৩:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ‘ইনসা’র প্রথম নারী সভাপতি চন্দ্রিমা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ এএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার

‘ইনসা’র সভাপতি চন্দ্রিমা সাহা। -ফাইল ছবি

‘ইনসা’র সভাপতি চন্দ্রিমা সাহা। -ফাইল ছবি

ভারতের বিজ্ঞানের নিয়ন্ত্রক সংস্থা ‘ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি (ইনসা)’-র সভাপতি হলেন চন্দ্রিমা সাহা। অ্যাকাডেমির ৮৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও নারীকে দেওয়া হল সর্বোচ্চ দায়িত্ব। ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে তিনি দায়িত্ব নেবেন।

এর আগে ইনসা-র সহ-সভাপতিও হয়েছিলেন চন্দ্রিমা। দিল্লির ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজি’র প্রাক্তন অধিকর্তা চন্দ্রিমা এবার ইনসা-র ৩০ সদস্যের কাউন্সিলের প্রধান হলেন।

ছোটবেলা থেকেই ক্রিকেটে আগ্রহ চন্দ্রিমার। যা তাকে একজন প্রথম সারির নারী ক্রিকেটার করে তুলেছিল, জীবনের প্রথম পর্বে। পরে সেই ক্রিকেট ম্যাচেরই ধারাভাষ্য দিয়েছেন তিনি ‘আকাশবাণী’তে। চন্দ্রিমা পিএইচডি করেন আটের দশকে, ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি’থেকে।

তারপর অন্য পথ ধরে চন্দ্রিমার জীবনস্রোত। তিনি হয়ে ওঠেন দেশের এক জন প্রথম সারির জীববিজ্ঞানী। জীবনের একটা বড় সময়-পর্বে চন্দ্রিমার গবেষণার মূল বিষয়টাই ছিল, কোষের মৃত্যুর পথ পরিক্রমা। কী ভাবে কোন পথে কোষ ধীরে ধীরে এগিয়ে যায় মৃত্যুর দিকে। অনিবার্য হয়ে ওঠে কোষের মৃত্যু। যা তিনি হাতেকলমে প্রমাণ করে দেখিয়েছিলেন এককোষী ও বহুকোষী জীবে। সেই এককোষী জীবটি ছিল পরজীবী। যার নাম- ‘লেইশ্‌ম্যানিয়া’। এই ‘লেইশ্‌ম্যানিয়া’ পরজীবীই কালাজ্বরের অন্যতম কারণ। আর যে বহুকোষের উপর তিনি সেই মৃত্যুর পথ পরিক্রমা লক্ষ্য করেছিলেন, তা ক্যানসার কোষ।

চন্দ্রিমা জানিয়েছেন, দায়িত্ব নিয়েই তার প্রথম কাজটি হবে, বিজ্ঞানের নামে যে বুজরুকি চলে ভারতে, তার অবসান ঘটানো।