শেখ হাসিনার কাছে জাদুর কাঠি আছে : মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, মতিয়া চৌধুরী বলেন, ‘শেখ হাসিনার কাছে জাদুর কাঠি আছে। আর সেটি হলো, নিখাদ দেশপ্রেম ও দেশের মানুষের প্রতি ভালোবাসা’।
আজ শনিবার নিজের নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লোহার বেঞ্চ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মতিয়া চৌধুরী বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা মানে ফুল ফোটানোর আনন্দ উপভোগ করা। আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশ গড়তে। আর অন্যরা ক্ষমতায় আসে লুটপাট করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন দেশকে সাজানো। তাইতো তিনি এখন বিশ্বের রাষ্ট্রনায়কদের তালিকায় টপ টেনে আছেন।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় এলেই গরীবের সন্তানরা লেখাপড়া করার সুযোগ পায়। তিনি দেশের সম্পদ রক্ষা করেন। প্রধানমন্ত্রীর সন্তানরা উচ্চ শিক্ষিত, সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে জাতিসংঘের বিশেষ দূতের মর্যাদা পেয়েছেন।’
মতিয়া চৌধুরী বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ ৪০ লক্ষ টন খাদ্য ঘাটতি নিয়ে ক্ষমতায় বসে। পরে ২০০০ সাল থেকে এখন পর্যন্ত দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।’
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী সার্কেল এএসপি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, হাজী মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া বুলু, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হাজী আজাদ মিয়া, পৌর মেয়র হাজী আবুবক্কর সিদ্দিকসহ আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতা, শিক্ষক ও সুধীজনরা।
আজ মতিয়া চৌধুরী এমপি হিসেবে তার নামে বরাদ্দ করা উপজেলার ১৮০টি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় টি-আরের (টেস্ট রিলিফ) টাকায় তৈরি করা ৩৭ লাখ ৩৩৫ টাকা মূল্যের ৯৫৬ জোড়া লোহার বেঞ্চ বিতরণ করেন।