ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১৩:৩৮:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লোগো ও রঙ পরিবর্তন করছে ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৩ পিএম, ৫ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকের লোগো পরিবর্তন হতে চলেছে। আগের নীল রঙা ফেসবুক লোগোটি আর দেখা যাবে না। এর বদলে লোগোতে ভিন্ন ভিন্ন রঙ সংযোজন হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুক নিজেদের নতুন লোগো উন্মোচন করেছে। আগে মাধ্যমটিতের নিজেদের নাম (Facebook) প্রথম অক্ষর বড় অক্ষর ও বাকিগুলো ছোট অক্ষরে লিখলেও এখন সবগুলোই হচ্ছে বড় অক্ষরে লেখা থাকছে (FACEBOOK)।


বর্ণগুলোর রঙও পরিবর্তন হচ্ছে। এর আগে রঙ ছিল নীল। নতুন লোগো হবে ভিন্ন ভিন্ন রঙের। শুধু ফেসবুকেই নয়, এর আওতাধীন অন্যান্য অ্যাপগুলোতেও এই নতুন লোগোই দেখা যাবে। এগুলো হলো- ম্যাসেঞ্জার, ইন্সটাগ্রাম ও হোয়াটস অ্যাপ।

তবে কবে নাগাদ ব্যবহারকারীরা নতুন লোগো দেখতে পাবে, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।