কৃষক লীগের কাউন্সিল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে উৎসবমুখর পরিবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ১০ম জাতীয় কাউন্সিল উদ্বোধন করেছেন।
'একটি বাড়ি, একটি খামার' স্লোগানকে সামনে রেখে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কবুতর ও বেলুন উড়িয়ে প্রধানমন্ত্রী কাউন্সিল উদ্বোধন করেন। কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সেখানে নির্মিত অস্থায়ী মঞ্চে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে পরিবেশন করা হয় কৃষক লীগের 'কৃষক বাঁচাও দেশ বাঁচাও' থিম সং। সাধারণ সম্পাদকের সাংগঠনিক রিপোর্ট পাঠ করেন খোন্দকার শামসুল হক রেজা। স্বাগত বক্তব্য দেন সভাপতি মোতাহার হোসেন মোল্লা। বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সবশেষে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কৃষক লীগ নতুন কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল “কৃষক বাঁচাও ,দেশ বাঁচাও” এই শ্লোগান নিয়ে বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।
আবদুর রব সেরনিয়াবাদ ছিলেন কৃষক লীগের প্রথম সভাপতি। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাযজ্ঞের অন্যতম শহীদ।
কৃষক লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১২ সালের ১৯ জুলাই।
কাউন্সিলের মাধ্যমে মোতাহার হোসেন মোল্লাকে সভাপতি এবং সামসুল হক রেজাকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের কমিটি গঠিত হয়েছে।