আজ নয়, ১৬ ডিসেম্বর খালেদা জিয়ার সাথে স্বজনদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
দুর্নীতি মামলার দণ্ডপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একমাস পর তার পরিবারের সদস্যরা আজ স্বাক্ষাৎ করার কথা থাকলেও তারা যাচ্ছেন না।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়ার সাথে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার স্বজনদের যাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে আজ শনিবার তারা যাচ্ছেন না। আগামী ১৬ ডিসেম্বর তার সাথে সাক্ষাৎ করবেন স্বজনরা।
১৫ দিন পর পর খালেদা জিয়ার সাথে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের কথা থাকলেও দীর্ঘ এক মাস পর তাদেরকে সাক্ষাতের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন শামসুদ্দিন দিদার।
১৬ ডিসেম্বরে সাক্ষাৎ প্রার্থীরা হলেন: বোন সেলিমা ইসলাম, ভগ্নিপতি রফিকুল ইসলাম, ভাই শামীম ইস্কান্দার, ভাবী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি শাহিনা জামান খান।
আজ (শনিবার) বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তার সাথে স্বাক্ষাৎ করার কথা ছিলো। সর্বশেষ গত ১৩ নভেম্বর পরিবারের সদস্যরা বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করেছিলেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন সর্বসম্মতিক্রমে পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
জামিন আবেদন খারিজসহ পর্যবেক্ষণে আপিল বিভাগের ওই বেঞ্চ বলেন, যদি আবেদনকারী (খালেদা জিয়া) প্রয়োজনীয় সম্মতি দেন, তাহলে মেডিকেল বোর্ড দ্রুত তার অ্যাডভান্স ট্রিটমেন্টের (বায়োলজিক এজেন্ট) জন্য পদক্ষেপ নেবে, যা বোর্ড সুপারিশ করেছে।
-জেডসি