তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। রবিবার (১৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর তেঁতুলিয়ার তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। অবশ্য শনিবার (১৪ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, তেঁতুলিয়ায় এই বছরের ৮ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রিতে এসেছিলো।
এদিকে, রাজধানী ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা এই বছর এখনো ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি।
অন্যদিকে, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ শেষরাত থেকে সোমবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশজুড়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামী তিন দিনে রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
-জেডসি