ঢাকা, মঙ্গলবার ১৯, নভেম্বর ২০২৪ ২০:২৫:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৫ দিন পর দেখা মিলেছে সূর্যের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শৈত্যপ্রবাহের কারণে গত পাঁচদিন তীব্র শীতে থরথর করে কেঁপেছে পুরো বাংলাদেশ। তবে পাঁচ দিন পর আজ দেখা মিলেছে সূর্যের। রাজধানীতে আজ থেকে তাপমাত্রাও বাড়তে শুরু করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস স্পষ্ট করে বলেছে, গত রাতের (রবিবার দিবাগত রাত) এবং দিনের তাপমাত্রা বেড়ে যেতে পারে। তবে তাপমাত্রা বাড়লে আজও দেশের কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ থাকতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, রোদ পাওয়া গেলে সার্ফেস টেম্পারেচার বাড়বে। দুয়েক দিন পর তাপমাত্রা আরো বাড়বে। তাতে শীতের তীব্রতা কমে আসবে। দিনের তাপমাত্রা যেখানে স্বাভাবিকভাবে ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সেখানে সূর্যের দেখা না মেলায় ১০-১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভিন জানান, সোমবার সূর্যের দেখা মিললেও কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় সীতাকুণ্ডে সর্বনিম্ন ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় ঢাকায় ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, ২৫ থেকে ২৭ ডিসেম্বর সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আবারো দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে। অবশ্য রংপুর অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

-জেডসি