কাল দেশজুড়ে বৃষ্টির আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১৯ এএম, ২৪ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
শৈত্যপ্রবাহ কেটে গিয়ে পাঁচদিন পর সূর্যের দেখা মিলায় শীতের অনুভূতি কিছুটা কমেছে। তবে শীতের তীব্রতা এখনই পুরোপুরি কমছে না। এরমধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার বড়দিনে বা বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে শুরু হতে পারে বৃষ্টি। বৃষ্টি থামলে বাড়বে শীতের তীব্রতা। তারপর নেমে আসতে পারে আরেকটি শৈত্যপ্রবাহ।
সোমবার সন্ধ্যায় আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। ফলে সোমবার শীতের অনুভূতি শেষ পাঁচদিনের তুলনায় কম ছিল। মঙ্গলবার তাপমাত্রা আরেকটু বাড়তে পারে। তবে বুধবার বৃষ্টি শুরু হলে ফের শীতের তীব্রতা বাড়বে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের উৎসবের দিনে অথবা বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে; যা অব্যাহত থাকতে পারে দুই থেকে আড়াই দিন। বৃষ্টির ফলে কুয়াশা কমে যেতে পারে। আর, বৃষ্টি থামলে বাড়তে পারে শীতের তীব্রতা।
-জেডসি