জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন রওশন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার
রওশন এরশাদ। ফাইল ছবি।
দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের জন্য ‘প্রধান পৃষ্ঠপোষক’ পদ তৈরি করছে জাতীয় পার্টি (জাপা)। বিলুপ্ত হচ্ছে সিনিয়র কো-চেয়ারম্যান পদটি। এ ছাড়া কো-চেয়ারম্যান পদ বেড়ে হচ্ছে ৫টি, যাতে নিযুক্ত হবেন নানা কারণে দূরে থাকা সিনিয়র নেতারা।
আজ শনিবার অনুষ্ঠেয় জাপার জাতীয় সম্মেলনে চমক বলতে এটুকুই। পার্টির শীর্ষ দুটি পদে কোনো পরিবর্তন আসছে না। জিএম কাদের চেয়ারম্যান ও মসিউর রহমান রাঙ্গা মহাসচিব পদেই থাকছেন। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাপার নবম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার দুপুরে পার্টির প্রেসিডিয়াম মেম্বারদের বৈঠক শেষে মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানান, বর্তমানে সিনিয়র কো-চেয়ারম্যান পদে থাকা রওশন এরশাদের নতুন পদের নাম হবে চিফ প্যাট্রন বা প্রধান পৃষ্ঠপোষক। জাপার কাউন্সিলে পদটি অনুমোদন করিয়ে নেওয়া হবে।
রাঙ্গা জানান, দলে রওশনের সম্মান থাকবে সর্বোচ্চ। মিটিং বা সাধারণ সভা, সবখানেই ওনার এই সর্বোচ্চ সম্মান থাকবে। চেয়ারম্যান আর চিফ প্যাট্রন পদের মধ্যে মর্যাদার ভারসাম্য কীভাবে হবে জানতে চাইলে রাঙ্গা বলেন, দলের সব ক্ষেত্রে রওশন এরশাদের অবস্থান দলের চেয়ারম্যানের ঊর্ধ্বে থাকবে, এটি চেয়ারম্যান বলেছেন। দলের সর্বোচ্চ ক্ষমতা থাকবে চেয়ারম্যানের কাছেই। যত মিটিং হবে, তিনি প্রিসাইড করবেন।