সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার
সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
চুয়াডাঙ্গা অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে আজ শনিবার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী ঘন কুয়াশা পড়তে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পরবর্তী ৭২ ঘন্টায় রাতের তাপমাত্রা আরো হ্রাস পেেেত পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২০ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে।