ঢাকার দুই সিটি নির্বাচনে আ.লীগের প্রার্থী ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পর এবার ঘোষণা করা হলো ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থীর নাম।এতে নিজের জায়গা ধরে রেখেছেন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম। তবে নানা জলঘোলা করেও শেষ পর্যন্ত মনোনয়ন কপাল পুড়েছে দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনের। সব নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দক্ষিণের টিকিট হাতে পেয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস।
রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জানা গেছে, প্রার্থীদের নাম ঘোষণার আগেই সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে আসেন ফজলে নূর তাপস। পরে বেলা পৌনে ১১টার দিকে বিশাল শোডাউন নিয়ে কার্যালয়ে হাজির হন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম। তবে দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনকে বেলা ১১টা পর্যন্ত কার্যালয়ে আসতে দেখা যায়নি।
এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
তিনি বলেন, বিচার-বিশ্লেষণ করছি, পর্যালোচনা করছি। নেত্রী নিজের সোর্স থেকেও খোঁজ নিচ্ছেন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেয়া হয়েছে। সবকিছু বিচার-বিশ্লেষণ করতে আমাদের একটু সময় লাগছে।
৩০ জানুয়ারি এ দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ২ জানুয়ারি যাচাই-বাছাই এবং ৯ জানুয়ারি প্রত্যাহারের শেষদিন। পরের দিন (১০ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।
-জেডসি