দেশের সীমান্ত এলাকায় বন্ধ মোবাইলফোন নেটওয়ার্ক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
ভারত সীমান্ত থেকে বাংলাদেশের ভেতরে প্রায় এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইলফোন নেটওয়ার্ক বন্ধের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
রবিবার (২৯ ডিসেম্বর) রাতে বিটিআরসির এই নির্দেশনার পর সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে দেশের সবকটি অপারেটর।
রবিবার রাতে গ্রামীণফোন, টেলিটক, রবি এবং বাংলালিংক বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সীমান্ত এলাকায় নেটওয়ার্ক কভারেজ বন্ধ রাখতে হবে।
একটি মোবাইল অপারেটরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, এ নির্দেশনার ফলে চার অপারেটরের প্রায় দুই হাজার বিটিএস বন্ধ করা হয়েছে। সব অপারেটরই এ নির্দেশনা বাস্তবায়ন করেছে।এর ফলে সীমান্ত এলাকার প্রায় কোটি গ্রাহক মোবাইল ফোন ব্যবহারে সমস্যায় পড়বে।
-জেডসি